১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ

জেদ্দায় ফের বন্ধ করে দেয়া হলো মসজিদ

করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সৌদি আরবের জেদ্দায় আবারো মসজিদে নামাজ বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি শহরটিতে আগামী ১৫ দিনের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে। শনিবার থেকেই এই কারফিউ শুরু হবে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, জেদ্দায় বিকাল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ চলবে এবং মসজিদ আবারো বন্ধ থাকবে।

এছাড়া জেদ্দা অঞ্চলের জন্য বিশেষ কিছু নির্দেশনাও জারি করেছে সৌদি সরকার। সৌদি সরকারের বিশেষ নির্দেশনায় বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা অফিসে গিয়ে কাজ করতে পারবেন না। হোটেল ক্যাফের ভেতরে সার্ভিস দেয়া বন্ধ থাকবে। এক স্থানে পাঁচ জনের বেশি মানুষ জড়ো হতে পারবেন না। কারফিউ চলাকালীন সময়ে এক শহর থেকে অন্য শহরে যাওয়া যাবে না। তবে অন্য সময়ে যেতে পারবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পাশাপাশি বাধ্যতামূলক ব্যবহার করতে হবে মাস্ক। যে সকল প্রতিষ্ঠান বা পেশার লোকজনকে মুভমেন্ট করতে অনুমতি দেয়া হয়েছে তারা আগের মতো চলাফেরা করতে পারবেন।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৯১ জন। মারা গেছেন ৩১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫১ জন।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৭৪৮ জন। মারা গেছেন ৬৪২ জন।

 

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০