২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ

‘ মোদীকে নভেম্বরেই খুন করা হবে’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দিয়ে দিল্লি পুলিশের কাছে ই-মেইলে বার্তা পাঠানো হয়েছে। আগামী নভেম্বরেই মোদীকে খুন করা হবে বলে ওই বার্তায় বলা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার। এক লাইনের এ হুমকি বার্তা ই-মেইল করা হয়েছে দিল্লি পুলিশের কমিশনার অমূল্য পট্টনায়েককে। তার সরকারি ই-মেইল আইডিতেই এ হুমকির চিঠি পাঠানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হুমকি চিঠি পাওয়ার পরই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সতর্ক করা হয়েছে। চলতি বছরের শেষেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই নভেম্বরে দেশজুড়ে একাধিক জনসভা ও মিছিল করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। সেই কারণেই নভেম্বর মাসকে টার্গেট করছে জঙ্গিরা, এমনটাই ধারণা করছে গোয়েন্দা সংস্থাগুলো।
খবরে বলা হয়, ই-মেইল পাওয়ার পরই দেশজুড়ে গোয়েন্দাদের নেটওয়ার্ককে সক্রিয় করা হয়েছে। কারা মোদীকে খুন করার ষড়যন্ত্র করছে, সেটা এখনও জানা যায়নি। যদিও হুমকি দিয়ে পাঠানো ই-মেইলটি যে সার্ভার থেকে পাঠানো হয়েছে, সেই সার্ভারটি উত্তর-পূর্ব ভারতের আসামে অবস্থিত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন গোয়েন্দারা।
প্রধানমন্ত্রী মোদীকে খুনের হুমকি অবশ্য এটাই প্রথম নয়। এ বছরের জুনেই একটি গোপন চিঠি উদ্ধার করার কথা জানায় পুনে পুলিশ। সেই চিঠিতে মোদীকে খুন করার ছক লেখা ছিল, এমনটাই জানানো হয়েছিল পুলিশের পক্ষ থেকে। সেক্ষেত্রে অবশ্য সন্দেহের তীর ছিল মাওবাদীদের দিকে। জানা গিয়েছিল রাজীব গান্ধীর আদলেই মোদীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। মহারাষ্ট্রে ভিমা কোরেগাঁও দাঙ্গার তদন্ত করতে গিয়েই এ চিঠিটি হাতে এসেছিল গোয়েন্দাদের। ২০১৭ সালের ১৮ এপ্রিল লেখা এ চিঠিটি পাওয়া গিয়েছিল রোনা উইলসন নামের এক সমাজকর্মীর দিল্লির বাড়ি থেকে। ভিমা কোরেগাঁও দাঙ্গায় রোনা উইলসনসহ আরও পাঁচ সমাজকর্মীকে জুনেই গ্রেফতার করা হয়েছিল। তখনই মোদীকে হত্যার ষড়যন্ত্রের বিষয়টি প্রথম সামনে আসে।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১