১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ

শ্রীলঙ্কাকে কোনো পাত্তাই দিল না অস্ট্রেলিয়া!

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

রবিবার সকালে অ্যাডিলেডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে ২৩৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলীয় ১২২ রানে প্রথম উইকেটের পতন হয় তাদের। ৩৬ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৪ রান করে ফিরে যান অ্যারোন ফিঞ্চ। ফিঞ্চের বিদায়ের পর গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে জুটি গড়েন ওয়ার্নার। দ্বিতীয় উইকেট জুটিতে ১০৭ রান তোলেন তারা। দলীয় ২২৯ রানে ফিরে যান ম্যাক্সওয়েল। মাত্র ২৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬২ রান করেন তিনি। শেষ পর্যন্ত ওয়ার্নার ১০০ রানে অপরাজিত থাকেন। এটি ওয়ার্নারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৫৬ বলে ১০ চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি।

জয়ের জন্য ২৩৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। সফরকারীদের কেউই বলার মতো রান করতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করতে পারে শ্রীলঙ্কা। ফলে ১৩৪ রানের ব্যবধানে জয় পায় স্বাগতিক অস্ট্রেলিয়া।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০