বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নিশ্চিতভাবে এই সরকার আর থাকছে না। সেপ্টেম্বর থেকে বড়জোর অক্টোবর পর্যন্ত- এরপর এ সরকারকে বিদায় নিতে হবে। দেশে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা হবে।
রোববার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত খালেদা জিয়া ও বিএনপি নেতা আমান উল্লাহ আমানের মুক্তির দাবিতে এক সভায় এসব কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকার গায়ের জোরে, গুন্ডামি করে দেশটা দখল করে রেখেছে। প্রশাসন দখল করেছে। আইন-শৃঙ্খলা বাহিনী দখল করেছে। আইন আদালত, শিক্ষাঙ্গন দখল করেছে। প্রমাণ চান? এইসব জায়গায় গেলেই বুঝতে পারবেন। পুরা দেশটাই তারা দখল করে নিয়েছে। এই দেশকে দখলমুক্ত করতে হবে।
শেখ হাসিনার উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, জিয়াউর রহমান ধানমন্ডির ৩২ নম্বর বাসা আপনাকে বুঝিয়ে দিয়েছিল। ব্যাংকে টাকা ও সোনা আপনাকে বুঝিয়ে দিয়েছিল। বেগম খালেদা জিয়া আপনাকে আইনের আশ্রয় নিয়ে সসম্মানে দেশে মুক্ত করে দিয়েছিল। কিন্তু আপনি তাকে (খালেদা জিয়া) বিপরীত দিকে নিয়ে গেছেন। বিএনপি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা করবে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করবে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে তিনি আরো বলেন, বেগম জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে বন্দী করে রেখেছে সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসতে দিচ্ছে না। তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আর তার জন্য এই সরকারের বিদায় করতে হবে। আর এই সরকারের বিদায় করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।
সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মো. আনোয়ার প্রমুখ।