Monday , 25 September 2023

অবাঞ্চিত মেসেজ রোধ করতে ‘ডু নট ডিস্টার্ব’

মোবাইল অপারেটরগুলো প্রতিনিয়ত গ্রাহকদের বিভিন্ন অফারের মেসেজ পাঠিয়ে থাকে। এগুলোকে প্রমোশনাল মেসেজ বলা হয়। এসব মেসেজের মধ্যে অধিকাংশই বিশেষ কোনো কাজের নয়। আর এসব প্রমোশনাল এসএমএসে অধিকাংশ গ্রাহক রীতিমতো বিরক্তই হয়। ‘ডু নট ডিস্টার্ব (ডিএনডি)’ সেবা চালু করলে মোবাইলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গ্রাহক তার সংশ্লিষ্ট অপারেটরের জন্য নির্ধারিত শর্টকোড ডায়াল করে ডু নট ডিস্টার্ব ফিচারটি চালু করে নিলে গ্রাহকের কাছে আর কোনো প্রমোশনাল মেসেজ আসবে না। বিটিআরসির পক্ষ থেকে ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়

রবি গ্রাহকগণ প্রমোশনাল মেসেজ পেতে না চাইলে *৭# ডায়াল করুন, গ্রামীণফোন গ্রাহকরা *১২১*১১০১# ডায়াল করে প্রমোশনাল মেসেজ বন্ধ করতে পারবেন। আর বাংলালিংক সিমে প্রমোশনাল মেসেজ বন্ধ করতে –*১২১*৭*১*২*১# ডায়াল করতে হবে।

 

Comments

Check Also

স্বাস্থ্যের অবনতি খালেদা জিয়ার, গভীর রাতে মেডিক্যাল বোর্ডের সভা

এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা রোববার সন্ধ্যার পর থেকেই বাড়তে …