টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নামিবিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই ম্যাচে মাঠে নামার আগে খেলোয়াড় সংকটে পড়েছে অজিরা। সংকটে পড়ার অন্যতম কারণ আইপিএলের ধকল কাটাতে মূল দলের ছয়জন ক্রিকেটারকে ছুটি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ফলে নামিবিয়ার ম্যাচের জন্য কেবল নয়জন ক্রিকেটার এখন ওয়েস্ট ইন্ডিজে আছেন।
অজি কাপ্তান মিচেল মার্শের হ্যামস্ট্রিংয়ের চোট পুরোপুরি সেরে না ওঠায় আগামী বুধবারের ম্যাচে তিনি বোলিং করতে পারবেন না। ফলে প্রথম প্রস্তুতি ম্যাচে দলের কোচিং স্টাফদেরই মাঠে নামিয়ে দিতে পারে অস্ট্রেলিয়া।
রোববার আইপিএলের ফাইনালে খেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের তিন ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের দলে ছিলেন পেসার মিচেল স্টার্ক এবং সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন প্যাট কামিন্স ও ট্র্যাভিস হেড। এই টুর্নামেন্টের জন্য ক্রিকেটাররা প্রায় আড়াই মাস দেশের বাইরে থাকায় পরিবারকে সময় দেওয়ার জন্য তিনজনকেই ছুটি দিয়েছে অস্ট্রেলিয়া।
একই ছুটি পান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন। অন্যদিকে ছুটি কাটিয়ে লক্ষণৌ সুপার জায়ান্টসের মার্কাস স্টয়নিস এখনও ক্যাম্পে যোগ দিতে পারেননি। তবে মূলপর্বে ওমানের বিরুদ্ধে ম্যাচের আগে তারা দলের সঙ্গে যোগ দেবেন।
এই ছয়জনের ছুটির বিষয়ে মার্শ ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে বলেন, ওরা আইপিএলে ছিল। বেশ কিছু ম্যাচ খেলেছে। তাই আমরা তাদেরকে দেশে কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটানোর জন্য, ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য তাদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যেন বিশ্বকাপে লম্বা সময় খেলতে পারে।
ছয়জন খেলোয়াড় না থাকায় অস্ট্রেলিয়াকে প্রস্তুতি ম্যাচের দল সাজাতে হবে কোচিং স্টাফের সদস্যদের নিয়ে। এখানে আছেন প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, প্রধান নির্বাচক জর্জ বেইলি, সহকারী কোচ আন্দ্রে বোরোভিচরা ও ব্রাড হজ। তারা সবাই অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ায় প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন। তবে অস্ট্রেলিয়ার নাগরিক না হওয়ার দলের আরেক সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টোরি খেলতে পারবেন না।