২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
  • খেলাধুলা
  • ইনজুরিতে পড়লেন তাসকিন আহমেদ, রয়েছেন পর্যবেক্ষণে

ইনজুরিতে পড়লেন তাসকিন আহমেদ, রয়েছেন পর্যবেক্ষণে

আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২০ দলের এই আসরে ইতোমধ্যেই ১৭টি দল স্কোয়াড ঘোষণা করেছে। কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবারের আসরের দল ঘোষণা করবে। কিন্তু এর মধ্যেই ইনজুরিতে পড়েছেন পেসার তাসকিন আহমেদ। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তাকে দেখা যায়নি। কারণ চতুর্থ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পান তাসকিন আহমেদ।

এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে রান বাচাতে গিয়ে ডাইভ দিয়ে ইনজুরিতে পড়েন তাসকিন। এখনও ব্যথা আছে তার। এজন্য পঞ্চম ম্যাচে খেলতে পারেননি তিনি। তাসকিনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা তার দেখাশোনা করছি।

শারীরিক অবস্থা সম্পর্কে তাসকিন বলেছেন, ইনজুরি খুব গুরুতর নয়। মাইনর ইনজুরি। বল লেগে বাঁ হাতে চামড়া থেতলে গেছে। বুড়ো আঙুল ও পাশের আঙুলের মাঝে বল লেগেছিল। তিনটা ছোট ছোট সেলাই দেওয়া হয়েছে। আমাকে দুই দিন বিশ্রাম দিছে। ইনজুরি বোলিং হ্যান্ডে না, আর এসব হয়েই থাকে। ইনশাল্লাহ, এই সময়টা কেটে গেলে বোলিং করতে পারব।

জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে পেসার তাসকিনের সামনে সুযোগ ছিলো ব্যক্তিগত একটি মাইলফলক স্পর্শের। আর মাত্র ৩টি উইকেট পেলেই দেশের অষ্টম বোলার হিসেবে ২০০ আন্তর্জাতিক উইকেট পূর্ণ করতে পারতেন তিনি।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১