রাজধানীতে গরমে কমিউনিটি পুলিশের এক সদস্যসহ দুজন মারা গেছেন। রোববার (২৮ এপ্রিল) বিকালে ঢাকার গুলিস্তানের ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডে এবং একই এলাকার পীর ইয়ামিন শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন—কমিউনিটি পুলিশ সদস্য বজলুর রহমান (৫০) ও মিজানুর রহমান (৬০)।
পুলিশ সূূত্র জানায়, বিকালে বজলুর রহমান (৫০) ডিউটি করছিলেন। প্রচণ্ড গরমে হঠাৎ মাথা ঘুরে অচেতন হয়ে পড়েন। ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের ইমাদ কাউন্টারের সামনে থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বজলুর রহমান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিউনিটি পুলিশের সদস্য ছিলেন এবং পরিবার নিয়ে সদর ঘাট এলাকায় থাকতেন।
বংশাল থানার উপ পরিদর্শক (এসআই) শাহ জালাল বলেন, গরমে কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অপরদিকে গুলিস্তানে পীর ইয়ামিন মার্কেটের মসজিদে নামাজ পড়া অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। মিজানুর রহমান কুমিল্লার বরুরা উপজেলার আনাইসকোটা গ্রামের মৃত আব্দুল গনি মুন্সির ছেলে।
ঢামেক হাসপাতালের চিকিৎসকদের ধারনা, তিনি গরমে স্ট্রোক করে মারা গেছেন।