১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

গোষ্ঠীগত সংঘর্ষে সোমালিয়ায় নিহত ৫৫

আফ্রিকার দেশ সোমালিয়ার মধ্যাঞ্চলীয় এক এলাকায় বিবাদমান দুটি গোষ্ঠীর সদস্যদের সহিংস সংঘাতে কমপক্ষে ৫৫ জন নিহত ও ১৫৫ জন আহত হয়েছেন। সোমবার সেখানকার স্থানীয় বাসিন্দা ও চিকিৎসা কর্মকর্তারা ভয়াবহ সংঘাতে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।

সোমালিয়ার ফেডারেল সরকার দেশটির জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সহিংসতা নিয়ন্ত্রণে রীতিমতো লড়াই করছে। এর মাঝেই ভূমি ও পানির নিয়ন্ত্রণ নিয়ে গোষ্ঠীগত সংঘর্ষেরও মুখোমুখি হচ্ছে আফ্রিকা শৃঙ্গের দেশ খ্যাত সোমালিয়া।

দেশটির গালমুদুগ অঞ্চলের প্রবীণ বাসিন্দা ফারাহ নুর বলেন, গালমুদুগ অঞ্চল থেকে আল-শাবাবকে বিতাড়িত করা আধাসামরিক বাহিনীর পাশাপাশি লড়াই করে আসছিলেন দির ও মারিহান গোষ্ঠীর সদস্যরা। গত শনিবার আবুদওয়াক ও হেরাল শহরের চারণভূমি ও পানির নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই দুই গোষ্ঠীর মাঝে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, সরকারি বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করেছে।  হতাহতদের মধ্যে উভয় গোষ্ঠীর সদস্যরা রয়েছেন। সংঘর্ষ থামানো সহজ হলেও তা করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

গালমুদুগ অঞ্চলের প্রেসিডেন্টের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা আহমেদ শায়ার ফালাগল বলেন, আমরা বিশ্বাস করি আল-শাবাব পরোক্ষভাবে এই অনাকাঙ্ক্ষিত সংঘাতের পেছনে জড়িত আছে। সরকারি বাহিনী যৌথভাবে আল-শাবাবকে পরাজিত করার কাজে ভ্রাতৃপ্রতিম এই দুটি গোষ্ঠীকে ব্যবহার করেছিল।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮