ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায়, মানুষ, বাড়িঘর, গবাদি পশু ও ফসলের সঠিক তালিকা তৈরি করে । প্রকৃত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দক্ষ ও দুর্নীতিমুক্তভাবে যথাযথ সহায়তা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট।
সোমবার (২৭ মে) এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পাটি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি সভাপতি মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী)র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী ঘূর্ণিঝড়ে মৃত্যু ও ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে এ আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, উপকূলীয় অঞ্চলের দরিদ্র ও সাধারণ মানুষের অনেকের অবস্থা হল দৈনিক উপার্জনের মধ্য দিয়েই জীবিকা নির্বাহ করতে হয়। এখনই খাবার পানি ,শুকনা খাবার, বস্ত্র, চিকিৎসা, নগদ টাকা, ঘরবাড়ি পুনঃনির্মাণ জরুরি হয়ে পড়েছে, পড়বে। উৎপাদিত ফসল ও গবাদি পশুর ক্ষতি পোষাতে না পারলে দীর্ঘদিন দুরবস্থায় পড়বে এসব অঞ্চলের সাধারণ মানুষ। তাই পরিকল্পিত ভাবে এসব মানুষের জীবন ও জীবিকা নির্বাহের জন্য সহায়তা দিতে স্বচ্ছতার সাথে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে।
নেতৃবৃন্দ সরকারি সহায়তা ছাড়াও বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মী, সমর্থক, শুভাকাক্সক্ষীসহ যাদের পক্ষে এসব ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করা সম্ভব তাদেরকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দসহ যারা জীবনের ঝুঁকি নিয়ে ঘূর্ণিঝড় এলাকায় মানুষকে সচেতন করেছেন এবং তাদের আশ্রয়ে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।