Monday , 25 September 2023

চয়ন আলীর আকুতি একটি হুইল চেয়ারের

জন্মের পর থেকেই হাত-পা বাঁকা চয়ন আলীর (১৪)। সেই সঙ্গে কথাও বলতে পারে না। প্রতিবন্ধী এই শিশুটি হামাগুড়ি দিয়েও চলাফেরা করতে পারে না। চয়নের সারাদিন কাটে জোড়াতালি মারা হুইল চেয়ারে বসে। তাই একটি হুইল চেয়ারের আকুতি জানিয়েছেন চয়নের মা চম্পা বেগম।

 

জানা গেছে, প্রতিবন্ধী চয়নের বাবা ১০ বছর আগে ঢাকার মুন্সিগঞ্জে জীবন-জীবিকার জন্য গেলে সেখানে তিনি গাছের ডাল কাঁটতে গিয়ে প্রাণ হারান। দশ বছর ধরে চয়ন আলী (১৪) ও ছোটবোন মুক্তা খাতুন (১২) দু’জনই এখন এতিম। ১০ বছর ধরে দুই ভাই-বোন ও মা চম্পা বেগমসহ তার দাদা মির হোসেনের বাড়িতে থাকেন। দুই বছর আগে ফুলবাড়ী উপজেলা সমাজসেবা থেকে প্রতিবন্ধী চয়ন আলীকে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেয়। বর্তমানে হুইল চেয়ারটি কয়েক জায়গায় ভাঙ্গা এবং একেবারেই জরাজীর্ণ। এমনিতে দাদা ও চাচা সব কিছুই বহন করছেন। আর কতই বা তারা করবেন। অনেক কিছুই দিয়েছেন বলে জানান চয়নের মা।

 

চয়নের মা চম্পা বেগম অসহায় প্রতিবন্ধী ছেলের জন্য সমাজের বিত্তবানদের কাছে একটি নতুন হুইল চেয়ারের আকুতি জানান। সেই সাথে চয়নের মা চম্পা বেগম ছেলের হুইল চেয়ারের পাশাপাশি নিজের বিধবা ভাতার জন্যও উপজেলা প্রশাসনসহ সমাজসেবা অধিদফতরের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

 

প্রতিবন্ধী চয়ন আলীর জন্য একটি হুইল চেয়ার ও তার মায়ের জন্য বিধবা ভাতার বিষয়ে কথা হলে ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুণ-অর-রশিদ-হারুন শিগগির নতুন একটি হুইল চেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই সাথে তার মায়ের জন্য বিধবা ভাতার কার্ড করে দেওয়ারও আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান।

Comments

Check Also

ফরিদপুরে ক্ষুরা রোগে মৃত্যু শতাধিক গরুর, দুঃশ্চিন্তায় খামারিরা

জেলার আলফাডাঙ্গা উপজেলায় ছড়িয়ে পড়েছে গরুর (এফএমডি) ক্ষুরা রোগ। সম্প্রতি উপজেলার দুটি ইউনিয়নে ক্ষুরা রোগে …