১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

ছুরি হামলায় জার্মানিতে ইসলামবিদ্বেষীসহ ছয়জন আহত

জার্মানির দক্ষিণপশ্চিমাঞ্চলের ম্যানহেইম শহরের একটি শপিং সেন্টারের চত্বরে স্থানীয় সময়  শুক্রবার এ ছুরি হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এতে একজন পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন ।

আহতদের মধ্যে একজন হলেন স্থানীয় ইসলামবিরোধী আন্দোলনকারী চরমপন্থী। তার নাম মিখায়েল স্টিরজেনবার্গার। ওই সময় তিনি সেখানে একটি ইসলাম বিরোধী সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন।

ইউটিউবে একটি লাইভ সম্প্রচারে হামলার পুরো চিত্র ধরা পড়েছে। এতে দেখা গেছে, হামলাকারী ছুরি হাতে একজনকে আঘাত করছেন। তখন একজন পুলিশ তা ঠেকাতে গেলে তিনিও আহত হন। ওই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। এর পর অন্য একজন পুলিশ সদস্য হামলাকারীকে গুলি করেন। এতে হামলাকারীও আহত হন। তবে তার নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ হামলার ঘটনাকে ‘ভয়ংকর’ বলে মন্তব্য করেছেন। এক এক্স বার্তায় ওলাফ শলৎজ বলেন, জার্মান গণতন্ত্রে সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য। অপরাধীর কঠোর শাস্তি হওয়া উচিত।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০