Monday , 25 September 2023

জরুরীভিত্তিতে লিবিয়া ও মরক্কোর ক্ষতিগ্রস্তদের সাহায্য করার আবেদন

সম্প্রতি মরক্কোয় প্রলয়ংকরি ভূমিকম্প এবং লিবিয়ায় ঘূর্ণিঝড় ও নজিরবিহীন জলোচ্ছ্বাস আঘাত হানে। মরক্কোয় তিন হাজারেরও বেশি এবং লিবিয়ায় প্রায় ২০ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়েছে। এসব দুর্যোগে গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

আরব ব্রিটিশ চেম্বাব অব কমার্স এক বিবৃতিতে মরক্কো ও লিবিয়ার জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জানিয়েছে। চেম্বার এ কঠিন সময়ে দেশদু’টির জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। তারা সামর্থবান ব্যক্তিদেরকে দুর্যোগ কবলিত এসব মানুষের জন্য ত্রাণ কার্যক্রমে আর্থিক সহায়তা করার আহ্বান জানিয়েছে।

মরক্কোর ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য মরক্কোর কেন্দ্র ব্যাংকে জরুরী তহবিল খোলা হয়েছে। আর লিবিয়ার ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য চেম্বার লিবিয়া ফ্লাড অ্যাপিল এর মাধ্যমে রেডক্রস ও রেডক্রিসেন্টের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

এদিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবি সংস্থা পেনি অ্যাপিল বিশ্বব্যাপী ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর প্রতি জরুরী ভিত্তিতে মরক্কোর ভ’মিকম্পে ক্ষতিগ্রস্ত ও লিবিয়ার বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আবেদন জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ধ্বংসস্তুপের মধ্যে অসংখ্য ধ্বংসপ্রাপ্ত বাড়ি ও ভবন পড়ে আছে। ইতোমধ্যে সংকটকবলিত এসব জনপদের মানুষেরা এখন একেবারে নিঃসহ হয়ে পড়েছেন।

বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম স্বেচ্ছাসেবি সংস্থা পেনি অ্যাপিল জানায়, এই কঠিন সংকটময় মুহুর্তে তাদের কাছে খাদ্য ও ওষুধসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যেতে দৃঢ়কল্প।

Comments

Check Also

স্বাস্থ্যের অবনতি খালেদা জিয়ার, গভীর রাতে মেডিক্যাল বোর্ডের সভা

এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা রোববার সন্ধ্যার পর থেকেই বাড়তে …