তীব্র তাপদাহে যশোরের সাধারণ মানুষের পাশে শেখ ফজলুল হক মণি-আরজু মণি স্মৃতি সংসদ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে যশোর শহরের চৌরাস্তায় সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করে সংগঠনটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, যুবলীগ নেতা দেবাশীষ রায়ের আয়োজনে ৫শ মানুষের মাঝে পানি ও স্যালাইন প্রদান করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা দেবাশীষ দাস দেবু, নিয়াজ মাহমুদ শাহীন, সাকিল, মহিদুল, সাকিল, আজমীর জোয়ার্দার, সাদমান সৌমিক দ্বীপসহ ছাত্র ও যুবনেতারা।
কর্মসূচি থেকে দেবাশীষ রায় জামান, করোনা সংকটেও শেখ ফজলুল হক মণি-আরজু মণি স্মৃতি সংসদ অক্সিজেন ও খাদ্য পণ্য নিয়ে মানুষকে সহযোগিতা করেছে। তারই ধারাবাহিকতায় এবারের তাপদাহে পানি ও স্যালাইন প্রদানের উদ্যোগ নেয়া হলো।
গত কয়েকদিন সারাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সারাদেশে জারি রয়েছে হিট অ্যালার্ট।