১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
  • খেলাধুলা
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে হারের বৃত্ত ভাঙতে চায় বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে হারের বৃত্ত ভাঙতে চায় বাংলাদেশ

শ্রীলঙ্কার বিরুদ্ধে যেভাবে ম্যাচ জিতেছে, সেভাবে খুড়িয়ে খুড়িয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জিতবে না বাংলাদেশ। আত্মবিশ্বাসের সুরে কথাটি বলেছেন টাইগার দলনেতা নাজমুল হোসেন শান্ত। তিনি বলেছেন, আমরা জানিয়ে শ্রীলঙ্কার চেয়েও অনেক শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। তাদের বিরুদ্ধে জিততে হলে আমাদের সবাইকে সেরাটা দিয়ে লড়তে হবে। এই ম্যাচে আমরা সফল হবো।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াইয়ে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে খেলা শুরু হবে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২ উইকেটে রোমাঞ্চর জয়ের স্বাদ পায় বাংলাদেশ। জয় নিয়ে বিশ^কাপ শুরু করতে পারলেও, ব্যাটিং নিয়ে উদ্বেগ আছে টাইগার শিবিরে। তবে প্রথম ম্যাচ থেকে পাওয়া পূর্ণ দুই পয়েন্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে  বাংলাদেশকে।

টি-টোয়েন্টিতে এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট ম্যাচ খেলে কোন জয় নেই বাংলাদেশের। কিন্তু এবার হারের বৃত্ত ভাঙতে আত্মবিশ্বাসী টাইগাররা।

গ্রুপ পর্বে ইতোমধ্যে শ্রীলংকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের ম্যাচের আগে নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। তাই উইকেট সম্পর্কে আমরা কিছু ধারণা পাবো।

তিনি আরও বলেন, উইকেট যেমনই হোক না কেন, আমরা আমাদের  সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে  আমরা যে কোন দলকে হারাতে পারি।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০