১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
  • রাজনীতি
  • দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে সরকার: নূরুল ইসলাম বুলবুল

দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে সরকার: নূরুল ইসলাম বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মু. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ভোটারবিহীন সরকার জনগণের সামনে উন্নয়নের তকমা দেখালেও মূলত হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।

তিনি বলেন, এই সরকার দেশের মানুষের  বাকস্বাধীনতা, ভোটের অধিকার, খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসহ সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। ফলে আজকে দেশের জনগণের জানমালের নিরাপত্তা নেই, এমনকি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। এ অবস্থায় দেশ চলতে পারে না। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি। অধিকার আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

বুধবার চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আয়োজিত বইপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারী ও জেলা সেক্রেটারি আবুবকর সিদ্দিক

নূরুল ইসলাম বুলবুল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। জ্ঞান অর্জনের সাথে সাথে আমাদেরকে সমাজের মানুষের কল্যাণেও ভুমিকা পালন করতে হবে। সৎ ও দক্ষ নেতৃত্ব ছাড়া সুখী-সমৃদ্ধ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এজন্য সর্বদা জনগণের পাশে থেকে তাদের তাদের সুখ-দুঃখের ভাগিদার হতে হবে। কুরআনের জ্ঞান চর্চা করে নিজেদের মান উন্নয়ন করতে জামায়াতের কর্মী সমর্থক সকলকে প্রচেষ্টা চালাতে হবে।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০