বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, এরা পচে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। যতই কথা বলুক এদের কোনো অস্থিত্ব নেই। তার প্রমাণ এক এক করে সব জায়গায় হচ্ছে। এরা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জীত।
তিনি আরও বলেন, সময় হয়ে গেছে। ঘোরাঘুরি অনেক করেছেন, এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করেন। সঠিকভাবে যেন দাফন-কাফন হয়, মানুষ যাতে মনে রাখে, সেভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার (২৮ মে) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি ঘোষিত ১৫ দিনের কর্মসূচির প্রথম দিন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় অনুপ্রাণিত হয়ে দেশবাসীর মতো মির্জা ফখরুলও সেদিন মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমাদের তো বয়স হয়ে গেছে। এখন কি আর রাইফেল ধরতে পারব? আমরা কি রাস্তায় এখন মারামারি করতে পারব? পারব না। আমাদের এখন দরকার ইয়াং জেনারেশন। যখন যুদ্ধে ছিলাম তখন সবাই তরুণ-যুবক ছিলাম। মাথার মধ্যে দেশ স্বাধীন করা ছাড়া অন্য কিছু ছিল না। কে কী হবে, না হবে সেটা নয় দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল, একমাত্র গোল ছিল দেশকে স্বাধীন করতে হবে। এখন সেই সময় এসে গেছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, তখন দেশ স্বাধীন করার জন্য লড়াই করেছিলাম, এখন দেশকে রক্ষা করার জন্য লড়াই করতে হবে। এদেশ বাঁচাতে হবে, সেই লড়াই এখন। এই লড়াইয়ে যদি আমরা পরাজিত হই, তাহলে নিশ্চিহ্ন হয়ে যাব।
তিনি বলেন, আমরা মনে করি, এই দেশ জাতিকে রক্ষা করতে হলে আমাদের নতুন চিন্তাভাবনা নিয়ে এগুতে হবে। সেই চিন্তাভাবনার মধ্যে দেশের মানুষ, পৃথিবী, ভূ-রাজনীতি সবগুলোকে সঙ্গে নিয়ে সুনির্দিষ্টভাবে এগিয়ে যেতে হবে।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাদেক আহমেদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, আবদুস সালাম, ফজলুর রহমান, মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কর্ণেল (অব.) জয়লাল আবেদিন, জহির উদ্দিন স্বপনসহ মুক্তিযোদ্ধা দলের নেতারা।