Monday , 25 September 2023

পণ্যমূল্য না কমালে বাড়ানো হবে কর: ব্যবসায়ীদের প্রতি ট্রুডোর হুঁশিয়ারি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবসায়ীদের সময়সীমাও বেঁধে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

জানা গেছে, গত বৃহস্পতিবার ওন্টারিওতে কানাডার পাঁচটি বৃহত্তম সুপারমার্কেট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিলেন ট্রুডো। এতে উপস্থিত ছিলেন ওয়ালমার্ট, কস্টকোর মতো প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এদিন ব্যবসায়ীদের আসন্ন থ্যাংকগিভিং ডে’র (২৩ নভেম্বর) আগেই দ্রব্যমূল্য বৃ্দ্িধ নিয়ন্ত্রণে যথাযথ পরিকল্পনা নিতে নির্দেশ দিয়েছেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, যদি তাদের পরিকল্পনা মধ্যবিত্তদের জন্য বাস্তবিক উপকারে না আসে আমরা আরও পদক্ষেপ নেবো এবং সেক্ষেত্রে বাড়তি কর আরোপের মতো বিষয়গুলো উড়িয়ে দেওয়া যায় না।

ট্রুডোর এই হুঁশিয়ারির একদিন পরই কানাডার কেন্দ্রীয় মন্ত্রী ফ্রাঙ্কোইস-ফিলিপ শ্যাম্পেন বলেন, আগামী সোমবার রাজধানী অটোয়ায় দেশটির বড় মুদি প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

Comments

Check Also

জরুরীভিত্তিতে লিবিয়া ও মরক্কোর ক্ষতিগ্রস্তদের সাহায্য করার আবেদন

সম্প্রতি মরক্কোয় প্রলয়ংকরি ভূমিকম্প এবং লিবিয়ায় ঘূর্ণিঝড় ও নজিরবিহীন জলোচ্ছ্বাস আঘাত হানে। মরক্কোয় তিন হাজারেরও …