সিটি করপোরেশনের চান্দপাড়া এলাকায় পাগলা শেয়ালের কামড়ে অন্তত ১৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সিটি করপোরেশনের চান্দপাড়া এলাকার একটি জঙ্গল থেকে হঠাৎ দুটি শেয়াল বের হয়ে আসে। এর মধ্যে, একটি শেয়াল মানুষ দেখে জঙ্গলে ঢুকে পড়ে। অন্যটি সামনে থাকা লোকজনকে এলোপাতাড়ি কামড়াতে শুরু করে। এতে ১৭ জন আহত হয়েছেন। পরে এলাকাবাসী শেয়ালটি পিটিয়ে মেরে ফেলে।
আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শেয়ালের কামড়ে আহত রোকন সরকার বলেন, রাতে হঠাৎ শিয়ালটি জনসম্মুখে চলে আসে। সাধারণত শেয়াল একাধিক মানুষ দেখলে পালিয়ে যায়। কিন্তু এই শেয়ালটি সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জয়রাজ বলেন, শেয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।