১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

পানির জন্যে দিল্লিবাসীর হাহাকার

বৃহস্পতিবার হিমাচল প্রদেশ এবং হরিয়ানা সরকারকে দিল্লির জন্য পানি ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। একে গরম, তাপপ্রবাহ চলছে দিল্লি জুড়ে, তার মধ্যে সঙ্কট ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে।

আরও রাজধানীর বিভিন্ন প্রান্তে পানির জন্য হাহাকার চলছে। দিল্লির আম আদমি পার্টির (আপ) সরকার এই পরিস্থিতির জন্য হরিয়ানা সরকারকে দায়ী করছে। আপের অভিযোগ, হরিয়ানা সরকার যমুনায় পানি ছাড়ার পরিমাণ কমিয়ে দিয়েছে। তার কারণেই রাজধানী জুড়ে হাহাকার দেখা দিয়েছে।

উত্তরপ্রদেশের আপার গঙ্গা খালের মাধ্যমে ৪৭০ কিউসেক পানি পায় দিল্লি। হরিয়ানা থেকে দু’টি খাল দিল্লিতে ঢুকেছে। একটি ক্যারিয়ার লাইনড চ্যানেল এবং অন্যটি দিল্লি সাব ব্রাঞ্চ। যমুনা, ইরাবতী এবং বিপাশার জল এই দু’টি খালের মাধ্যমে দিল্লিতে আসে।

সংবাদমাধ্যমে রাজ্য মন্ত্রী অতিশী জানান, সুপ্রিম কোর্ট এই সমস্যার সমাধানের চেষ্টা করছে। হিমাচল প্রদেশে আরও বেশি পানি দেওয়ার জন্য রাজি হয়েছে। কিন্তু হরিয়ানা সরকার সহযোগিতা করছে না। তাঁর দাবি, হরিয়ানা এবং দিল্লির মধ্যে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী মুনক খালের মাধ্যমে ১০৫০ কিউসেক পানি পাওয়ার কথা। কিন্তু জুনের শুরু থেকেই পানির ছাড়ার পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। যার জেরে দিল্লির ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলির উপর প্রভাব পড়ছে।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০