Monday , 25 September 2023

পেঁয়াজ-রসুনের দাম বাড়ায় ভালো নেই সাধারণ মানুষ: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আরো বলেছেন, প্রতিদিনই আমরা খবরে দেখছি পেঁয়াজ ও রসুনের দাম বেশি। বিশেষ করে কম আয়ের মানুষ যারা রিকশাওয়ালা, ভ্যানওয়ালা- তাদের পেঁয়াজ ও রসুন কিনতে গিয়ে অনেক খরচ করতে হচ্ছে।

সোমবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘কৃষি বিপ্লব ও জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম ও আইডিইবি যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, সরকার পতনের আন্দোলন করে বিএনপি গত ১৪ বছরে সফল হয়নি। আগামী এক-দেড় মাসেও সফল হবে না। তারা আবারও ব্যর্থ হয়ে চরম হতাশায় নিমজ্জিত হবে। তাই বিএনপিকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এ ভুল পথ থেকে বেরিয়ে আসুন। আন্দোলন, সংগ্রাম, বিক্ষোভ, অবরোধ, অবস্থান করে এ সরকারের পতন আপনারা করতে পারবেন না।

আব্দুর রাজ্জাক বলেন, একটু আগেই আমি শুনলাম, বিএনপি বলছে আগামী ১৫ দিন তারা প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখবে। হুমকি দিচ্ছে, ঢাকা শহরে তারা অবস্থান নেবে এবং রাজধানীকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেবে।

তিনি আরো বলেন, আমি মনে করি, ব্যর্থতার গ্লানি নেয়ার চেয়ে নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় মেনে নেয়াই হবে তাদের জন্য উত্তম।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যখন দেশের এত উন্নয়ন করেছে, সারা পৃথিবীতে বাংলাদেশ উন্নয়নের রেফারেন্স কান্ট্রি, উন্নয়নের রোল মডেল। ক্লিনটন (মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি) থেকে শুরু করে যত প্রেসিডেন্ট আছে, সবাই বাংলাদেশকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে, সকল ফোরামে বাংলাদেশ প্রশংসিত হয়।

বর্তমানে সরকারের আমলে কৃষি উৎপাদনে বিরাট সাফল্য এসেছে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে। সার্বিক উন্নয়নে আগামীতেও কৃষিখাত গুরুত্ব পাবে।

তিনি বলেন, গ্রামে রাস্তার পাশের জমি কিনে মানুষ ঘরবাড়ি বানাচ্ছে। এরফলে জমি কমছে। অন্যদিকে মানুষ বাড়ছে। এটা একটা বিদ্যমান চ্যালেঞ্জ। আর নতুন চ্যালেঞ্জ যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন। বিজ্ঞানীদেরকে নতুন নতুন প্রযুক্তি আনতে হবে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে।

Comments

Check Also

পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা গ্রাহকদের ১৫০ কোটি টাকা ফেরতের দাবি

বিভিন্ন ভুয়া ও প্রতারক ই-কমার্স কোম্পানির কাছে গ্রাহকদের এই পাওনা অনতিবিলম্বে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করাসহ …