খেলার প্রথম পর্যায়ে ফিলিস্তিনের সাথে ভালো খেললেও শেষ সময়ে পাত্তাই পাইনি জামালরা।
কুয়েতের জাবের আল-আহমাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
তবে ফিলিস্তিনের হয়ে হ্যাটট্রিক করেছেন ওদায় দাবাঘ। বাকি দুই গোল এসেছে শেহাব কুনবারের পা থেকে।
ফিফা র্যাঙ্কিংয়ে ব্যবধানটা ৮৬ ধাপের। ফিলিস্তিন যেখানে ৯৭তম স্থানে জামালরা সেখানে ১৮৩তম স্থানে।
এদিকে বড় হারে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে চার দলের মধ্যে তলানিতেই অবস্থান জামালদের। ৩ ম্যাচে এক ড্রয়ে তাদের পয়েন্ট ১। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লেবাননকে পেছনে ফেলে টেবিলের দুইয়ে উঠে এসেছে ফিলিস্তিন। ৩ ম্যাচের সবকটিতে জয় তুলে শীর্ষে অস্ট্রেলিয়া। আগামী ২৬ মার্চ ঘরের মাঠে দ্বিতীয় লেগে ফিলিস্তিনকে ঘরের মাঠে স্বাগত জানাবে বাংলাদেশ।