Tuesday , 13 April 2021

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

বরিশাল নগরীতে বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সিএন্ডবি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট কামরুল ইসলাম জানান, নগরীর রুপাতলী বাস টার্মিনাল থেকে একটি থ্রি-হুইলার যাত্রী নিয়ে নথুল্লাবাদ বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো। এ সময় সিএন্ডবি রোড এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ১ জন নিহত হন।

গুরুতর আহত অবস্থায় ৫ জনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

Comments

Check Also

লকডাউনে ‘মুভমেন্ট পাস’ যারা পাবেন

দেশে করোনা সংক্রমণ রোধে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন। ইতোমধ্যে পুলিশ সদর …