Monday , 25 September 2023

বিশ্বকাপে শাদাব খানের পরিবর্তে পিসিবি আবরারকে নিয়ে চিন্তা করছে

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ইতোমধ্যেই বিশ্বকাপের জন্য একাধিক দল নিজেদের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) খুব দ্রুতই বিশ্বকাপের জন্য নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করবে। শেষ মুহূর্তে সেই দলে থাকছে বড় চমক।

পাকিস্তানের বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পেতে পারেন ‘রহস্য স্পিনার’ আবরার আহমেদ। এশিয়া কাপে ব্যাটে-বলে পারফরম্যান্স করে দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান। তার বিকল্প হিসেবে আবরারকে ভাবছে পিসিবি।

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার করার লক্ষ্যে অধিনায়ক বাবর আজমের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচকরা। এশিয়া কাপে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে না পারায় চূড়ান্ত দলে পরিবর্তন আনার ব্যাপারে একমত হয়েছেন বাবর ও নির্বাচকরা।

২৪ বছর বয়সী আবরার আহমেদ পিএসএলের পাশাপাশি খেলেছেন বিপিএলেও। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলে ছিলেন তিনি। এশিয়া কাপে ব্যর্থ হওয়া শাদাব খানের পরিবর্তে যদি আবরার সুযোগ পান সেক্ষেত্রে পাকিস্তানের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন শাহীন শাহ আফ্রিদি।

Comments

Check Also

দুদকের মানিলন্ডারিং মামলায় প্রকৌশলী দম্পতি ফেসে গেলেন

১৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের …