২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
  • খেলাধুলা
  • বৃহস্পতিবার বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ সিরিজ হেরে যাওয়ায় মানসিক চাপে আছে পাকিস্তান। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তানের লড়াই। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে ডালাসে। কোনোভাবেই স্বাগতিকদের হালকাভাবে নিচ্ছে না ২০০৯ সালের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন পাকিস্তান।

টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলেরই এটাই হবে প্রথম সাক্ষাত। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে চমক দেখাতে চায় স্বাগতিকরা।

এবারের বিশ্বকাপে খেলতে নেমেই দারুণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। কানাডার বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নেয় তারা। কানাডার করা ৫ উইকেটে ১৯৪ রানের টার্গেট ১৪ বল বাকি রেখেই স্পর্শ করে রেকর্ড জয়ের স্বাদ নেয় যুক্তরাষ্ট্র। কানাডার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর পাকিস্তান ও ভারতকে হারানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।

তবে কাগজে-কলমে ফেবারিট ২০০৯ আসরের চ্যাম্পিয়ন পাািকস্তান এ বছর চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। এরমধ্যে দু’টিতে হার, একটিতে জয় ও ড্র করেছে তারা। বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। ওই সিরিজে হারের পর শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে সাদা বলেল দুই ফরম্যাটে পুনরায় বাবর আজমের কাঁধে অধিনায়কত্বের ভার তুলে দেয় পাকিস্তান।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১