২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি

মিশর থেকে ২শ’ ত্রাণবাহী ট্রাকের প্রবেশ গাজায়

রোববার ইসরাইল নিয়ন্ত্রিত কেরাম শালোম ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় এই সব ট্রাক প্রবেশ করতে শুরু করেছে।

মিশরের দিক থেকে রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে মোট ২শ’ ট্রাক প্রবেশ করেছে।

ইসরাইল মে মাসের গোড়ার দিকে ওই ক্রসিং থেকে টার্মিনালের ফিলিস্তিনি কেরেম শালোম ক্রসিংয়ের দক্ষিণের প্রায় ৪ কিলোমিটার দখল করে, ওই পথ বন্ধ করে দেয়।

ইতোপূর্বে মিশর বলেছিল, যতদিন ওই এলাকা ইসরায়েলি সৈন্যদের নিযন্ত্রণে থাকবে, ততদিন পর্যন্ত রাফাহ দিয়ে তারা সাহায্য পাঠাবে না।

তবে শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এক ফোনালাপে গাজার দক্ষিণের অপর প্রবেশপথ কেরেম শালোম দিয়ে সাহায্য পাঠাতে সম্মত হন।

আল-কাহেরা নিউজ অবরুদ্ধ গাজা পরিদর্শনে কতগুলি ট্রাক পাঠানো হবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে “চারটি জ্বালানি ট্রাক” ইতোমধ্যেই সীমান্ত অতিক্রম করে হাসপাতালের দিকে চলে গেছে বলে জানিয়েছে।

মিশর থেকে আসা সমস্ত সাহায্য ইসরায়েলি কর্তৃপক্ষ পরিদর্শন করে এবং জাতিসংঘের মাধ্যমে তা বিতরণ করা হয়।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১