Monday , 25 September 2023

মোমেনের বিদেশ যাওয়ার স্বপ্ন আগুনে পুঁড়ে ছাই হলো

চট্টগ্রাম বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় আব্দুল মোমেন। আগুনে পুড়ে গেছে আব্দুল মোমেনের মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন।

গত বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে আব্দুল মোমেনর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোমেনের মালয়েশিয়া যাওয়ার জন্য  নগদ টাকা ও বাড়ির ৫ লক্ষাধিক টাকার মালামাল পুঁড়ে ছাই হয়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

আব্দুল মোমেন জানান, বুধবার গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দেখি আগুনে জ্বলছে বসতঘরের মালামাল। আমি ছোট বাচ্চাকে নিয়ে কোনো রকমে বেড়িয়ে পড়ি। ততক্ষণে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। মালয়েশিয়া যাওয়ার জন্য নেওয়া ঋণের ৮০ হাজার ও আত্মীয়স্বজন থেকে ধার নেওয়া মোট ২ লাখ ৬০ হাজার নগদ টাকা পুড়ে যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তারা। বাঁশখালী ফায়ার সার্ভিস এর সদস্যরা এসে রাত প্রায় ২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আমার নগদ টাকা ও পাসফোর্টসহ বসতঘরের সবকিছু পুঁড়ে যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আযাদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থালে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

Comments

Check Also

খোয়াই নদীর বেড়িবাঁধ কেটে নিল মাটিখেকোরা

জেলার সদর উপজেলার বৈদ্যর বাজার কালীগঞ্জ খোয়াই নদীর বেড়িবাধঁ কেটে নিয়ে গেছে স্থানীয় মাটিখোকোরা। এতে …