১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

রাফাহকে নরকে পরিণত করে ছাড়ল ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাহ শহরে বাস্তুচ্যুত লোকদের জন্য একটি শিবিরে মারাত্মক ইসরায়েলি বিমান হামলাকে ‘দুঃখজনক ভুল’ বলে অভিহিত করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলার বিষয়ে তদন্ত করছে বলে সোমবার জানিয়েছে।

জাতিসংঘের একজন শীর্ষস্থানীয় সাহায্য কর্মকর্তা বলেছেন, সোমবার রাতের ছবিগুলি প্রমাণ করে যে কীভাবে রাফাহ পৃথিবীতে নরকে পরিণত হয়েছে।

গাজান কর্তৃপক্ষ জানিয়েছে, রোববারের বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে তারা ওই এলাকায় হামাসের একটি কম্পাউন্ডে হামলা চালিয়ে হামাসের দুই সিনিয়র কর্মকর্তাকে হত্যা করেছে।

কাতার বলেছে যে বাস্তুচ্যুতি শিবিরে ইসরায়েলের হামলা জিম্মিদের মুক্তি এবং গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে চলমান আলোচনাকে ‘বাধা’ সৃষ্টি  করতে পারে। মঙ্গলবার ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা আবার শুরু হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ইসরায়েলের সরকার গাজা যুদ্ধের জন্য একটি নজিরবিহীন স্তরের কূটনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে, পাশাপাশি ঘরে ভিন্নমত মোকাবেলা করছে। আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে শহরে তাদের আক্রমণ বন্ধ করার নির্দেশ দেওয়ার কয়েকদিন পর রাফাহতে ফের ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালাল ইসরায়েল।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮