বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের ১৯ জেলায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে মৎস ও প্রাণিসম্পদ খাতে মোট ৭০১ কোটি ৪১ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ মে) এমন তথ্য জানিয়েছে মৎস প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুটি অধিদপ্তর।
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রেমালের প্রভাবে মৎস্য সম্পদ খাতে প্রায় ৭০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় ১৩টি জেলার প্রায় ৪১ হাজার মাছের ঘের, ২৬ হাজার ৩০০টি পুকুর এবং চার হাজার কাঁকড়ার ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, রেমালের প্রভাবে প্রাণিসম্পদ খাতে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপকূলীয় ৮টি জেলার প্রায় ৫০টি গবাদিপশু ও ৩০টি হাঁস-মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মারা গেছে বেশকিছু ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি।
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ মে) পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে বলে জানিয়েছে উভয় অধিদপ্তর।