ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু (৫) তুবাকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তুবার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামে।
তার বাবা আব্দুর রউফ একজন বুদ্ধি প্রতিবন্ধী। সহায় সম্বল বলতে ছোট একটা খুঁড়ে ঘর। গত তিন মাস ধরে কয়েকজন স্বেচ্ছাসেবী বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা উঠিয়ে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। তুবার উন্নত চিকিৎসার জন্য ৬ লাখ টাকা প্রয়োজন। কিন্তু তার প্রতিবন্ধী দরিদ্র বাবার পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, তুবার চিকিৎসার জন্য সমাজের সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার।