Monday , 25 September 2023

শিশু তুবাকে বাঁচাতে সহযোগিতা চান তার মা-বাবা

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু (৫) তুবাকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তুবার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামে।

তার বাবা আব্দুর রউফ একজন বুদ্ধি প্রতিবন্ধী। সহায় সম্বল বলতে ছোট একটা খুঁড়ে ঘর। গত তিন মাস ধরে কয়েকজন স্বেচ্ছাসেবী বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা উঠিয়ে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। তুবার উন্নত চিকিৎসার জন্য ৬ লাখ টাকা প্রয়োজন। কিন্তু তার প্রতিবন্ধী দরিদ্র বাবার পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

 

বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, তুবার চিকিৎসার জন্য সমাজের সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার।

Comments

Check Also

স্বাস্থ্যের অবনতি খালেদা জিয়ার, গভীর রাতে মেডিক্যাল বোর্ডের সভা

এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা রোববার সন্ধ্যার পর থেকেই বাড়তে …