টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। হারের দিনে ব্যাট হাতে বাজে শটে আউট হয়ে দলকে বিপদে ফেলেছেন সাকিব আল হাসান। অভিজ্ঞ এই অলরাউন্ডারের এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের পর সমালোচনা শুরু হয়েছে।
এমন পারফরম্যান্সের কারণে তাকে লজ্জিত হয়ে অবসর নিতে বলেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। এদিকে শেবাগের কথার কড়া জবাব দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (১১ জুন) বিশ্বকাপ উপলক্ষে দেশের এক গণমাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে রাজ্জাক জানান, একজন মানুষকে ভিলেন বানানো ঠিক না। যে মানুষটা পুরো ক্যারিয়াটা সার্ভ করে আসছে দেশকে। আমাদের বেশিরভাগ ক্রিকেটারদের ক্ষেত্রে এরকম হয়। এটা ঠিক না। কেউ একজন মন্তব্য করলো সেটা নিয়ে লাফালাফি করা, একটু বুঝে করা উচিত, সম্মান রাখা উচিত।
তিনি আরো বলেন, শেবাগ বলতেই পারে, ওর মনগড়া কথা। শেবাগ শেবাগের কথা বলছে। ওর কথা নিয়ে যে আমাদের লাফাতে হবে, ও বললেই যে ওর কথা সঠিক সেটা মনে করার কারণ নেই।
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব আউট হয়েছেন ৮ রানে। সোমবার আসে ৩ রান। শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে দিয়েছেন ৩০ রান, আর প্রোটিয়াদের বিপক্ষে মাত্র ১ ওভার বোলিং করেন। বিশেষ করে ব্যাটিংয়ে সাকিবের আউটের ধরণ নিয়ে সমালোচনা হচ্ছে বেশি।