Monday , 25 September 2023

সরকার ৪ কোটি ডিম আমদানির অনুমতি দিলো

ডিমের দাম নাগালের মধ্যে রাখতে ভারতসহ একাধিক দেশ থেকে ডিম আমদানি করতে চারটি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

প্রতিষ্ঠান ৪টি হলো মেসার্স মিম এন্টারপ্রাইজ, টাইগার এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি এবং অর্নব ট্রেডিং। রোববার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবলমাত্র বার্ড-ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জামুক্ত দেশ থেকেই ডিম আমদানি করতে হবে। আমদানিকারক কোম্পানিকে অবশ্যই সরকার-নির্ধারিত শুল্ক-কর পরিশোধ করতে হবে। যে দেশ থেকে ডিম আমদানি করা হবে, সে দেশের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিটি ডিমের চালানের জন্য ইস্যুকৃত বার্ড-ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জা-মুক্ত সনদ দাখিল করতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আমদানি করা ডিম খুচরা পর্যায়ে প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।  আমদানি করা ডিম এলসি খোলার এক সপ্তাহের মধ্যে এসে পৌঁছাবে। এ সপ্তাহেই এলসি খোলা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Comments

Check Also

পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা গ্রাহকদের ১৫০ কোটি টাকা ফেরতের দাবি

বিভিন্ন ভুয়া ও প্রতারক ই-কমার্স কোম্পানির কাছে গ্রাহকদের এই পাওনা অনতিবিলম্বে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করাসহ …