Monday , 25 September 2023

হস্তশিল্প রপ্তানিতে ইরান বছরে ৩শ মিলিয়ন ডলার আয় করে

গত ২০ মার্চ শেষ হওয়া ইরানি ক্যালেন্ডার বছর ১৪০১ সালে হস্তশিল্প রপ্তানি থেকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে ইরান। দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ-হোসেন আসকারপুর বলেছেন, ইরান গত বছরে পারস্য উপসাগরীয় দেশগুলি এবং ইরাক সহ বিভিন্ন দেশে ৩০০ মিলিয়ন ডলার মূল্যের হস্তশিল্প পণ্য রপ্তানি করেছে।

উত্তর-পূর্ব ইরানের তোরবাত-ই হেইদারিয়েহ-তে একটি কারুশিল্প প্রদর্শনীর ফাঁকে তিনি বলেন, প্রায় ৫ লাখ ২০ হাজার ইরানি শিল্পী বর্তমানে দেশের হস্তশিল্পের ২৯৯টি ক্ষেত্রে সক্রিয় রয়েছে।

Comments

Check Also

স্বাস্থ্যের অবনতি খালেদা জিয়ার, গভীর রাতে মেডিক্যাল বোর্ডের সভা

এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা রোববার সন্ধ্যার পর থেকেই বাড়তে …