গত ২০ মার্চ শেষ হওয়া ইরানি ক্যালেন্ডার বছর ১৪০১ সালে হস্তশিল্প রপ্তানি থেকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে ইরান। দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ-হোসেন আসকারপুর বলেছেন, ইরান গত বছরে পারস্য উপসাগরীয় দেশগুলি এবং ইরাক সহ বিভিন্ন দেশে ৩০০ মিলিয়ন ডলার মূল্যের হস্তশিল্প পণ্য রপ্তানি করেছে।
উত্তর-পূর্ব ইরানের তোরবাত-ই হেইদারিয়েহ-তে একটি কারুশিল্প প্রদর্শনীর ফাঁকে তিনি বলেন, প্রায় ৫ লাখ ২০ হাজার ইরানি শিল্পী বর্তমানে দেশের হস্তশিল্পের ২৯৯টি ক্ষেত্রে সক্রিয় রয়েছে।