একের পর এক নতুন আপডেট আনছে হোয়াটস অ্যাপ। এমনিতে হোয়াটস অ্যাপ আপনার ফোনে রেখে পিসিতে লিংক করা যায় সহজেই। অন্তত চারটি ব্রাউজারে বা পিসিতে হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট লিংক করা যেতো। কিন্তু একই সময়ে একাধিক ফোনে ব্যবহারের সুবিধা ছিল না। খুশির খবর হলো তা-ও সম্ভব হচ্ছে।হোয়াটস অ্যাপের নতুন আপডেটে অন্য ফোনেও আপনার হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সিকিউরিটিতেও কোনো ঘাটতি হবে না।
মূলত অন্য চারটি ডিভাইসকে সেকেন্ডারি ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে। মূল ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্ট ও সেকেন্ডারি ডিভাইসের ওপর নিয়ন্ত্রণ থেকে যাবে। এমন ফিচার ব্যবহারের পদ্ধতিটাও সহজ। হোয়াটস অ্যাপ ওয়েবের মতো করেই ব্যবহার করতে পারবেন।