বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
এর আগে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে জাতীয় ঈদগাহ প্রস্তুতি, পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানী এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকল্পে প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারও নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দিতে হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধি, গাজীপুর সিটি করপোরেশনের জায়েদা খাতুনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাজুল ইসলাম বলেন, কোরবানির পরদিন সূর্যোদয়ের আগে পশুর বর্জ্য অপসারণ করতে হবে। সম্ভব হলে বর্জ্য রাতের মধ্যে অপসারণ শেষ করতে হবে।
তিনি বলেন, রাজধানীতে ২৫ লাখ পশু কোরবানি হবে। এত বড় একটা কর্মযজ্ঞে কোথাও যদি একটু সময়ক্ষেপণ হয় সেটা মেনে নেওয়া যায়। তবে এর বেশি হলে সহ্য করা যায় না। জাল নোট শনাক্তকরণের মোবাইল মেশিন সব জায়গায় থাকবে।
একই সঙ্গে কোরবানির পশুর বর্জ্যবাহী ময়লার গাড়ি নির্বিঘ্নে যেন আমিন বাজার ল্যান্ডফিলে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা নিতে হবে। সড়ক ও মহাসড়কের ওপর বা পাশে যেখানে স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হতে পারে সেখানে কোনোক্রমেই কোরবানির পশুর হাট বসানো যাবে না।
কোরবানির পশুর হাটে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিতে হবে। রাস্তাঘাট বা পশুর হাটে যেন কোনোরকম চাঁদাবাজি বা অবৈধ আর্থিক লেনদেন না ঘটে সেজন্য উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, বিভিন্ন পশুর হাটে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের সহায়তায় এটিএম বুথ, পয়েন্ট অব সেলস মেশিন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ক্যাশলেস বা নগদ টাকাবিহীন লেনদেনের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন হাটবাজার ও কোরবানির পশু পরিবহনকালে অজ্ঞান বা মলম পার্টি যেন অপরাধমূলক কার্যক্রম সংঘটিত করতে না পারে সে বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ তদারকি বাড়াতে হবে।
কোরবানির পর পশুর চামড়া সংরক্ষণের লক্ষ্যে লবণ ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।
এসব সিদ্ধান্ত জেলা প্রশাসকরা (ডিসি) পৌর মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে ভার্চুয়াল সভার মাধ্যমে বাস্তবায়ন নিশ্চিত করবেন এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।