কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার শাহপরীর দ্বীপ ঘাট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এম সালেহ আকরাম এসব তথ্য নিশ্চিত করে জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান শাহপরী দ্বীপ সংলগ্ন এলাকা দিয়ে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে ওই এলাকায় যৌথভাবে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক কয়েকজন ইয়াবা পাচারকারীকে থামার সংকেত দেওয়া হয়। তবে তারা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে নীল রংয়ের দুইটি বস্তা ফেলে সমুদ্রসংলগ্ন ঝাউবনের মধ্যে পালিয়ে যান।
কোস্ট গার্ডের ওই কর্মকর্তা আরো জানান, পরে উদ্ধারকৃত বস্তা দুইটিতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার আইনি প্রক্রিয়া চলছে।