আগ্রহ দেখানো দেশগুলোকে ব্লকে যোগদানের অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে চলতি বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকায়। সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া শীর্ষ সম্মেলনে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ব্লুমবার্গের মতে, সুকলল নিশ্চিত করেছেন যে এক ডজনেরও বেশি দেশ আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা এ জোটের মূল সদস্য। জোটে যোগ দিতে আগ্রহী দেশের সংখ্যা বর্তমানে ২৫-এ এসে দাঁড়িয়েছে। এ দেশগুলো যোগ দিলে মোট ৩০টি দেশ ব্রিকস মুদ্রা চালু করতে পারে। তারা মার্কিন ডলারকে এড়িয়ে যাবে এবং বৈশ্বিক রিজার্ভ অবস্থায় ডলার থেকে মুখ ফিরিয়ে নেবে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া যে দেশগুলো ব্রিকসে যোগ দিতে আগ্রহী তাদের অনেকে আবার তেলসমৃদ্ধ দেশ! তাই এ জোট ইউরোপীয় দেশগুলোকে তেলের বিনিময়ে নতুন মুদ্রা দিয়ে অর্থ প্রদান করতে বাধ্য করতে পারে। এতে ইউরো ও ডলারের বাজারে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে ধারণা বিশ্ববাণিজ্য বিশ্লেষকদের।