২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ

আগুন মহারাষ্ট্রে হাসপাতালে, মৃত্যু ১০ নবজাতকের !

ভারতের মহারাষ্ট্রের ভান্দারার জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নবজাতকের প্রাণহানি ঘটেছে। জানা গেছে, ধোঁয়ায় দমবন্ধ হয়ে তারা মারা গেছে। গতকাল রাত ২টা নাগাদ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে ।

এরই মধ্যে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এটি হৃদয় বিদারক ট্র্যাজেডি।

মাঝ রাতে যখন হাসপাতালে আগুন লাগে, ওই সময় নবজাতকদের স্পেশ্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিল ১৭ জন। তাদের মধ্যে সাতজনকে কোনো রকমে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ১০ শিশুকে নিরাপদ স্থানে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ধোঁয়ার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই ১০ শিশুর।

হাসপাতালের পক্ষ থেকে বলা হচ্ছে, ১০ জ নবজাতকের বয়স এক থেকে তিন মাসের মধ্যে। চিকিৎসক প্রমোদ খন্ডাতে এ ব্যাপারে বলেন, মাঝ রাতে হঠাৎ করেই ভয়াবহ আগুন দেখা যায় অসুস্থ নবজাতকদের কেয়ার ইউনিট (এসএনসিইউ) বিভাগে । সঙ্গে সঙ্গে ছুটে আসেন হাসপাতালের কর্মী, চিকিৎসক, নার্সরা।

তিনি আরো বলেন, আগুন দেখে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ভেতর থেকে সাতজন শিশুকে কোনো রকমে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হয়েছে এবং বাকিদের বের করা যায়নি।

তবে কিভাবে ভয়াবহ আগুন সেখানে লেগেছে, এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেনি।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১