৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সর্বশেষ
৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সর্বশেষ

এফবিসিসিআই সুদের হার বৃদ্ধি না করার অনুরোধ জানিয়েছে

বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতাকে বিবেচনায় নিয়ে সকল খাতের জন্য ঋণ পুনঃতফসিলীকরণের সুবিধা প্রদান ও বিদেশি বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সুদের হার বৃদ্ধি না করার অনুরোধ জানান এফবিসিসিআই সভাপতি। সোমবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একটি প্রতিনিধি দল সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের  সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এ অনুরোধ করেন। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ব্যবসায়ী বান্ধব গভর্নর উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের অর্থনীতিতে করোনা মহামারির দীর্ঘমেয়াদি প্রভাব এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধজনিত বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে আর্থিক ও নীতি সহায়তা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এই পলিসি সহায়তার কারণে করোনা মহামারির ধকল সফলভাবে মোকাবেলা করা সম্ভব হয়েছে এবং সে সাথে ইউক্রেন-রাশিয়া যুদ্ধজনিত ধকল সন্তোষজনকভাবে মোকাবেলা করা হচ্ছে। সৌজন্য সাক্ষাতে এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের অর্থনীতিকে বেগবান করতে ক্ষুদ্র ও মাঝারি  উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এক্ষেত্রে পুরুষদের পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন নারী উদ্যোক্তারাও। কিন্তু ব্যবসা পরিচালনা এবং সম্প্রসারণের জন্য নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি এখনও ততটা সহজ হয়নি।

বিশ্বকাপে শাদাব খানের পরিবর্তে পিসিবি আবরারকে নিয়ে চিন্তা করছে

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ইতোমধ্যেই বিশ্বকাপের জন্য একাধিক দল নিজেদের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) খুব দ্রুতই বিশ্বকাপের জন্য নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করবে। শেষ মুহূর্তে সেই দলে থাকছে বড় চমক। পাকিস্তানের বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পেতে পারেন ‘রহস্য স্পিনার’ আবরার আহমেদ। এশিয়া কাপে ব্যাটে-বলে পারফরম্যান্স করে দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান। তার বিকল্প হিসেবে আবরারকে ভাবছে পিসিবি। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার করার লক্ষ্যে অধিনায়ক বাবর আজমের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচকরা। এশিয়া কাপে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে না পারায় চূড়ান্ত দলে পরিবর্তন আনার ব্যাপারে একমত হয়েছেন বাবর ও নির্বাচকরা। ২৪ বছর বয়সী আবরার আহমেদ পিএসএলের পাশাপাশি খেলেছেন বিপিএলেও। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলে ছিলেন তিনি। এশিয়া কাপে ব্যর্থ হওয়া শাদাব খানের পরিবর্তে যদি আবরার সুযোগ পান সেক্ষেত্রে পাকিস্তানের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন শাহীন শাহ আফ্রিদি।

বিশ্বের ২৫০ কোটি মানুষ ভুগছে খাদ্য নিরাপত্তাহীনতায়

মোট জনসংখ্যার যা প্রায় ৩০ শতাংশ। গত শুক্রবার জাতিসংঘের একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। এতে টেকসই উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হুমকিতে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টেকসই উন্নয়ন এজেন্ডা-২০৩০ এর দ্বিতীয় প্রধান লক্ষ্য ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তোলা। কিন্তু অনেকটাই মন্থর গতিতে এগোচ্ছে খাদ্য নিরাপত্তার বিষয়টি। কমার বদলে বেড়েছে বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। ২০১৫ সালে বিশ্বের ১ দশমিক ৭৫ বিলিয়ন জনসংখ্যা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছিল। ২০২২ সালে এসে তা দাঁড়ায় ২ দশমিক ৪ বিলিয়নে। বিশ্বের মোট জনসংখ্যার যা প্রায় ২৯ দশমিক ৬ শতাংশ। সবচেয়ে বেশি খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে আফ্রিকার দেশগুলো। খাদ্যাভাব নিয়ে তার পেছনেই ধুঁকছে মধ্য ও দক্ষিণ এশিয়া। কারণ হিসেবে করোনা মহামারী, প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করা হয়েছে প্রতিবেদনে। কৃষি সম্পর্কিত লক্ষ্যগুলোর অগ্রগতিও খুবই কম বলে উল্লখ করা হয়েছে প্রতিদেনটিতে। ২০১৫ সালের কৃষি অভিযোজন সূচকের মান ছিল শূন্য দশমিক ৪। ২০২১ সাল নাগাদ তা এসে দাঁড়ায় শূন্য দশমিক ৩৭ এ। মৎস্যসম্পদ সুরক্ষা, বন সংরক্ষণ এবং ভূমি ক্ষয় প্রতিরোধে অনেকটা উদাসীন হয়ে পড়েছেন বিশ্ব নেতারা। খাদ্য অপচয় রোধেও উল্লেখযোগ্য কোনও ব্যবস্থা না নেয়ায় ২০১৬ সাল থেকেই তা আটকে আছে মাত্র ১৩ শতাংশে। পরিসংখ্যান বলছে, ২০১৫ সালের চেয়ে বিশ্বের সাড়ে ৭৪ লাখ বেশি মানুষ মধ্যম থেকে গুরুতর খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। সময়োপযোগী পদক্ষেপ না নিলে তা বহুগুণ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের।

খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই সম্পূর্ণ দায়ভার নিতে হবে: এ্যাব

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিবৃতি দিয়েছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। সোমবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব প্রকৌশলী হাছিন আহমেদ এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তারা বলেন, প্রবীণ ও মহিয়সী নারী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড একাধিকবার পরামর্শ দিয়েছে যে, তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার লিভারের কার্যক্ষমতা প্রায় শেষের দিকে। এ অবস্থায় দেশে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। কেননা তার চিকিৎসার জন্য যে ধরনের চিকিৎসা-সরঞ্জামাদি দরকার সেসব বাংলাদেশে নেই। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট অতি জরুরি। তাই আমরা সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে আহ্বান জানাচ্ছি। নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং সংগ্রামী আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও ক্ষমতাসীন স্বৈরাচারী আওয়ামী সরকার কর্তৃক উন্নত চিকিৎসার সুযোগ বঞ্চিত হওয়ায় আমরা এ্যাবের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তারা আরো বলেন, দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও প্রতিহিংসাপরায়ণ মনোভাব পরিহার করে সরকারকে গণতান্ত্রিক পথে চলার পরামর্শ দিচ্ছি আমরা।

স্বাস্থ্যের অবনতি খালেদা জিয়ার, গভীর রাতে মেডিক্যাল বোর্ডের সভা

এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা রোববার সন্ধ্যার পর থেকেই বাড়তে থাকে, এমনটিই জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে। রাত বাড়তে থাকলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তড়িঘড়ি করেই মেডিক্যাল বোর্ডের সভা ডাকা হয়। বোর্ডের সদস্য ছাড়াও বিদেশ থেকে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি এ সভায় অংশ নেন। তবে হাসপাতাল কিংবা বিএনপি, কোনো পক্ষই এ ব্যাপারে খোলাসা করে কিছু বলেনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য, শায়রুল কবির খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই। এই দফায় গত ৯ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া। নানাবিধ জটিলতায় ভুগছেন তিনি। সব কিছু ছাড়িয়ে সবচেয়ে বড়ো হয়ে দেখা দিয়েছে লিভারের সমস্যা। অবিলম্বে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, গত কিছুদিন ধরে ক্রমাগত বলছেন তার চিকিৎসক এবং দলীয় নেতারা। কিন্তু দেশে লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্ভব নয়, তাই সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসা করার দাবি জানানো হচ্ছে দলের পক্ষ থেকে। পরিবারের পক্ষ থেকেও গত সপ্তাহে তাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছে। তবে সরকার তার মুক্তির মেয়াদ আরেক দফায় ৬ মাস বাড়ালেও বিদেশে নেওয়ার ব্যাপারে সাড়া দেয়নি। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ ও লিভার সিরোসিসে ভুগছেন। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের সমস্যাও আছে। চিকিৎসকরা বলেছেন, লিভার সিরোসিসের কারণে তার অবস্থা জটিল হয়ে উঠেছে। শরীরে প্রোটিনের মাত্রা কমে যাচ্ছে। মেডিক্যাল বোর্ডের সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বেশ কয়েকবারই জানিয়েছেন, একাধিক জটিল রোগের কারণে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা করা দুরূহ হয়ে পড়েছে। একটা সমস্যার জন্যে ওষুধ দিলে পাশর্^প্রতিক্রিয়ায় আরেকটি সমস্যা বেড়ে যায়। তার মতে, দেশে যতোটা সম্ভব ছিলো, ততোটা চিকিৎসা করা হয়েছে। এখন দরকার সমন্বিত চিকিৎসা, যা বিদেশের কোনো বড়ো হাসপাতালে করাতে হবে। দুর্নীতির মামলায় দণ্ডিত হলে ২০১৮ সালে সাবেক এই প্রধানমন্ত্রীর কারাজীবন শুরু হয। করোনাভাইরাস মহামারী শুরুর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে দণ্ড স্থগিত রেখে তাকে ৬ মাসের সাময়িক মুক্তি দেয় সরকার। সেই থেকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন। প্রতি ৬ মাস অন্তর সরকার তার মুক্তির মেয়াদ বাড়িয়ে আসছে।

পেঁয়াজ-রসুনের দাম বাড়ায় ভালো নেই সাধারণ মানুষ: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আরো বলেছেন, প্রতিদিনই আমরা খবরে দেখছি পেঁয়াজ ও রসুনের দাম বেশি। বিশেষ করে কম আয়ের মানুষ যারা রিকশাওয়ালা, ভ্যানওয়ালা- তাদের পেঁয়াজ ও রসুন কিনতে গিয়ে অনেক খরচ করতে হচ্ছে। সোমবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘কৃষি বিপ্লব ও জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম ও আইডিইবি যৌথভাবে সেমিনারটির আয়োজন করে। কৃষিমন্ত্রী বলেন, সরকার পতনের আন্দোলন করে বিএনপি গত ১৪ বছরে সফল হয়নি। আগামী এক-দেড় মাসেও সফল হবে না। তারা আবারও ব্যর্থ হয়ে চরম হতাশায় নিমজ্জিত হবে। তাই বিএনপিকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এ ভুল পথ থেকে বেরিয়ে আসুন। আন্দোলন, সংগ্রাম, বিক্ষোভ, অবরোধ, অবস্থান করে এ সরকারের পতন আপনারা করতে পারবেন না। আব্দুর রাজ্জাক বলেন, একটু আগেই আমি শুনলাম, বিএনপি বলছে আগামী ১৫ দিন তারা প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখবে। হুমকি দিচ্ছে, ঢাকা শহরে তারা অবস্থান নেবে এবং রাজধানীকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেবে। তিনি আরো বলেন, আমি মনে করি, ব্যর্থতার গ্লানি নেয়ার চেয়ে নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় মেনে নেয়াই হবে তাদের জন্য উত্তম। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যখন দেশের এত উন্নয়ন করেছে, সারা পৃথিবীতে বাংলাদেশ উন্নয়নের রেফারেন্স কান্ট্রি, উন্নয়নের রোল মডেল। ক্লিনটন (মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি) থেকে শুরু করে যত প্রেসিডেন্ট আছে, সবাই বাংলাদেশকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে, সকল ফোরামে বাংলাদেশ প্রশংসিত হয়। বর্তমানে সরকারের আমলে কৃষি উৎপাদনে বিরাট সাফল্য এসেছে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে। সার্বিক উন্নয়নে আগামীতেও কৃষিখাত গুরুত্ব পাবে। তিনি বলেন, গ্রামে রাস্তার পাশের জমি কিনে মানুষ ঘরবাড়ি বানাচ্ছে। এরফলে জমি কমছে। অন্যদিকে মানুষ বাড়ছে। এটা একটা বিদ্যমান চ্যালেঞ্জ। আর নতুন চ্যালেঞ্জ যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন। বিজ্ঞানীদেরকে নতুন নতুন প্রযুক্তি আনতে হবে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে।

সরকার ৪ কোটি ডিম আমদানির অনুমতি দিলো

ডিমের দাম নাগালের মধ্যে রাখতে ভারতসহ একাধিক দেশ থেকে ডিম আমদানি করতে চারটি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠান ৪টি হলো মেসার্স মিম এন্টারপ্রাইজ, টাইগার এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি এবং অর্নব ট্রেডিং। রোববার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবলমাত্র বার্ড-ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জামুক্ত দেশ থেকেই ডিম আমদানি করতে হবে। আমদানিকারক কোম্পানিকে অবশ্যই সরকার-নির্ধারিত শুল্ক-কর পরিশোধ করতে হবে। যে দেশ থেকে ডিম আমদানি করা হবে, সে দেশের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিটি ডিমের চালানের জন্য ইস্যুকৃত বার্ড-ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জা-মুক্ত সনদ দাখিল করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আমদানি করা ডিম খুচরা পর্যায়ে প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।  আমদানি করা ডিম এলসি খোলার এক সপ্তাহের মধ্যে এসে পৌঁছাবে। এ সপ্তাহেই এলসি খোলা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

দুদকের মানিলন্ডারিং মামলায় প্রকৌশলী দম্পতি ফেসে গেলেন

১৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কিউ এম ইকরাম উল্লাহ ও তার স্ত্রী আতিকা খাতুনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে স্বামীর অবৈধ সম্পদের পরিমাণ ৫ কোটি ৪৯ লাখ ৫৫ হাজার টাকা ও তার স্ত্রীর অবৈধ সম্পদের পরিমাণ ৮ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩৭৮ টাকা দেখানো হয়েছে। এছাড়া স্বামীর বিরুদ্ধে ২ কোটি ৪০ লাখ টাকার মানিলন্ডারিং অপরাধের অভিযোগ আনা হয়েছে চার্জশিটে। মামলার চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে বলে সোমবার (১৮ সেপ্টেম্বর) সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্র জানায়। শিগগিরই তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মানসী বিশ্বাস চার্জশিট আদালতে দাখিল করবেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে ২০২২ সালের ১৩ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক রাশেদুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করছিলেন। ওই মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ আগস্ট সম্পদের নোটিশের পরিপ্রেক্ষিতে ইকরাম উল্লাহ সম্পদ বিবরণী দাখিল করেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তার নিজ নামে ৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ২০৬ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য প্রদর্শন না করে তা গোপন করেন। এছাড়া দুদকের অনুসন্ধানে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ১০১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে, আতিকা খাতুন দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তার নিজ নামে ৬ কোটি ২২ লাখ ২১ হাজার ৯২৬ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। আর অনুসন্ধানে তার বিরুদ্ধে ৮ কোটি ৯১ লাখ ৭২ হাজার ১১৮ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে।