আগুনে ৯ টি দোকান ভষ্মিভূত চাঁপাইনবাবগঞ্জে
শিবগঞ্জ বাজারে ভয়াবহ আগুনে ৯ টি মুদি ও কসমেটিকস দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত পৌনে ১২ টার দিকে শিবগঞ্জ বাজারের শিবগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সামনের একটি দোকান থেকে হটাৎ আগুনের সুত্রপাত হয়। মুর্হুতেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোয়। মোট ৯ টি মুদি ও কসমেটিক দোকানের মালামাল ভষ্মিভুত হয়। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানদাররা জানিয়েছে, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৯ টি দোকানের প্রায় ১ কোটি টাকার মালমাল নষ্ট হয়েছে। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত করে তা বের করা হবে।
আকাশচুম্বি দাম দিয়ে গুলশান-বনানীর ক্রেতারা পোশাক কিনছেন
আর কয়েকদিন পরই উদযাপিত হবে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল-ফিতর। ৯২ ভাগ মুসলমানের দেশে ঈদকে কেন্দ্র করে রাজধানীর মার্কেটগুলো ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠেছে। সোমবার সরেজমিনে রাজধানীর অভিজাত পাড়া হিসেবেখ্যাত গুলশান ও বনানী ঘুরে দেখা গেছে এমন চিত্র। উৎসবের আমেজে এসব এলাকাতেও মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। বিভিন্ন বিপনি বিতান ঘুরে দেখা গেছে, ঈদকে সামনে রেখে বিদেশি পোশাকের কালেকশনই বেশি। আবার গরমের কথা মাথায় রেখে ওঠানো হয়েছে সুতি কাপড়ও। মেয়েদের পোশাকের ক্ষেত্রে ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে ভারতীয় শারারা, গারারা অথবা পাকিস্তানি ওয়ান পিস। মানভেদে একেকটি ড্রেস বিক্রি হচ্ছে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকায়ও। গুলশানের একটি বিপনি বিতান ‘ভাসাবি ফ্যাশন’। সেখানে দেখা গেছে নতুন পোশাকের বাহারি আয়োজন। তারা ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে রেখেছে এক্সক্লুসিভ পোশাকের সমাহার এবং ব্রাইডাল কালেকশন। তাদেও সবই বিদেশি ব্র্যান্ডের পণ্য। পুরো আউটলেট জুড়ে থাইল্যান্ড, দুবাই, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন ব্র্যান্ডের সব ধরনের শার্ট, প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি, শেরোয়ানি, পাগড়ি, নাগড়া, শাড়িসহ নানান পোশাক। এছাড়া কলকাতা, মুম্বাই, বেনারস থেকে আমদানি করা বিভিন্ন ডিজাইনের শাড়ি, থ্রি-পিস ও লেহেঙ্গাও রয়েছে। তবে ভাসাবির সব পণ্যেও দামই আকাশছোয়া। জানা গেছে, এই আউটলেটে সর্বনিম্ন মূল্যের পোশাকের দামও পাঁচ হাজারের ওপরে। দোকানটির এবারের বিশেষ কালেকশনের মধ্যে রাখা হয়েছে একটি পাঞ্জাবি। ভারতীয় ডিজাইানার মনোজ আগারওয়ালের ডিজাইন করা শেরোয়ানি স্টাইলের এই পাঞ্জাবির দাম ১ লাখ ৮৯ হাজার টাকা। প্রতিষ্ঠানটির সেকশন ইনচার্জ ফরিদ আহমেদ আমাদের নতুন সময়কে বলেন, ঈদের বেশ আগেই আমরা বোম্বে গিয়ে শাড়ি, পাঞ্জাবি, ড্রেসসহ সব ধরনের পোশাকের ডিজাইন পছন্দ করে অর্ডার দিয়ে আসি। পরে সেখান থেকে পুরো রেডিওয়্যার তারা পাঠায়। তিনি বলেন, অনেকেই ঈদে আনকমন ডিজাইনের কিছু পড়ব; ঈদের কেনাকাটা করতে তারা এখানে আসেন। বিত্তবানরাই এখানে আসেন; যারা ভাসাবি থেকে কেনেন তারা মাইন্ড সেট করেই আসেন এখান থেকেই পোশাক কিনবেন।’ গুলশান ২ নম্বরে গোলচত্বর এলাকায় পিংক সিটি শপিং কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, অনেক বেশি ভীর না থাকলেও ক্রেতাদের সমাগম রয়েছে আশানুরূপ। শাড়ি, পার্টি ড্রেসের দোকানগুলো প্রায় ভর্তি। তবে থ্রি-পিসের দোকানগুলোতে ক্রেতার সংখ্যা খুবই কম। এখানের দোকানিরা বলছেন, এখনো আশানুরুপ বেচাকেনা হয়নি। অন্যান্যবার এর থেকে অনেক বেশি ভিড় থাকে। এর কারণ হিসেবে ড্রেস ইন ঢাকা নামের দোকানের স্বত্বাধিকারী গিয়াস উদ্দিন বলেছেন, ‘মার্কেটটিতে জামা-কাপড়সহ সব ধরনের পণ্যের দাম অনেক বেশি। যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এছাড়া বিত্তবানদের অনেকে আগেভাগেই কেনাকাটা করে রাখেন। অনেকে আবার চাঁদ রাতে কেনাকাটা করতে পছন্দ করেন।’ এদিকে গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ‘দ্য চাঁদ বাজার’ নামের ঈদের কেনা-বেচার মেলা। যা দুপুর ২টা থেকে ভোররাত ৪টা পর্যন্ত চলবে। এখানে একইসঙ্গে রয়েছে স্বনামধন্য সব ব্র্যান্ড থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তারাও। একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে গরজিয়াস সব ঈদের জামাকাপড়ের পাশাপাশি ক্যাজুয়াল ক্লথিং, জুতা, গয়না অ্যাক্সেসরিজ ছাড়াও লাইফস্টাইলের সব ক্যাটাগরি। এছাড়া ফ্যামিলি/ফ্রেন্ডস নিয়ে ইফতার আর সেহরি অ্যাডভেঞ্চার এক জায়গায় সেরে নেওয়া যাবে বিশাল এলাকাজুড়ে গড়া এই ফুড জোন ‘ফুড পার্কে’। দুই দিন ব্যাপ্তির এই মেলাতেও রয়েছে ব্যপক ভিড়। মেলায় ঈদের কেনাকাটা করতে এসেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফিরোজ খান। তিনি বললেন, পরিবার নিয়ে মেলায় এসেছি। অনেক ঘুওে মা, শাশুড়ি ও স্ত্রীর জন্য তিনটি শাড়ি কিনেছি। সঠিক দামে পছন্দের শাড়ি পেয়ে ভালো লাগছে। মার্কেটগুলোতে পোশাকের দাম প্রচুর।
১০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা তুলা চাষ বাড়াতে
তুলার উৎপাদন বাড়াতে ৯ কোটি ৯০ লাখ টাকার প্রণোদনা দেয়া হবে। ২৬টি জেলার ১২ হাজার ৩৭৫ জন কৃষক জনপ্রতি এক বিঘা জমিতে তুলা চাষের জন্য প্রয়োজনীয় হাইব্রিড তুলা বীজ, ২৬ কেজি ইউরিয়া, ৫০ কেজি ডিএপি ও ৫০ কেজি এমওপি সার এবং বিভিন্ন রকমের বালাইনাশক ও বৃদ্ধি নিয়ন্ত্রক বিনামূল্যে পাবেন। এসব উপকরণের বাজারমূল্য ৮ হাজার টাকা। তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ফখরে আলম ইবনে তাবিব জানিয়েছেন, প্রথমবারের মতো তুলা চাষে কৃষকদের প্রণোদনা প্রদান করা হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা প্রদান করা হচ্ছে। এ সংক্রান্ত সরকারি আদেশ ইতিমধ্যে জারি হয়েছে। মাঠ পর্যায়ে শীঘ্রই এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে।
আরও সতর্ক থাকা দরকার ব্যাংক একীভূতকরণে: বিশ্বব্যাংক
বাংলাদেশে ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে আরও সতর্ক থাকা দরকার। সম্পদের মান ও সুনির্দিষ্ট নীতিমালারভিত্তিতে ব্যাংক একীভূত করা উচিত বলে মনে করে বিশ্বব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতির রাশ আরও টেনে ধরা দরকার বলেও অভিমত সংস্থাটির। মঙ্গলবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসে প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট ’ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক. সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রণজিত ঘোষ, বার্নাড হ্যাভেন উপস্থিত ছিলেন। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি আরও মন্থর হয়েছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বোঝা যাচ্ছে, বিনিয়োগে মন্দাবস্থা তৈরি হয়েছে। ব্যাংক খাতে খেলাপি ঋণের উচ্চ হারসহ দুর্বল নিয়ন্ত্রণের কারণে এ খাত চাপের মুখে আছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
সিরি ‘আ’তে টানা ৩০ ম্যাচেই গোল করে রেকর্ড ইন্টার মিলানের
ইন্টার মিলান এখন শুধু সিরি ‘আ’ জয়ের জন্য অপেক্ষা করছে। সোমবার রাতে সান সিরোতে এম্পোলিকে ২-০ ব্যবধানে হারিয়ে টানা ৩০ ম্যাচে গোল করার রেকর্ড করেছে ইন্টার মিলান। এই জয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে এগিয়ে গেছে ১৪ পয়েন্টে। মৌসুমে আরও ৮টি করে ম্যাচ বাকি আছে দলগুলোর। শেষ আট ম্যাচে ১১ পয়েন্ট পেলেই ২০তম সিরি ‘আ’ জিতে যাবে ইন্টার মিলান। এম্পোলির বিপক্ষে ম্যাচের প্রথম পাঁচ মিনিটেই আলেসান্দ্রো বাস্তোনির ক্রস থেকে গোল করেন ফেদেরিকো দি মার্কো। পুরো ম্যাচে দাপট দেখালেও দ্বিতীয় গোল পেতে ৮২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ইন্টারকে। বাস্তোনির বদলি হিসেবে নামা অ্যালেক্সিস সানচেজ দ্বিতীয় গোলটি করেন। এর আগে সিরিআ’তে মৌসুমের প্রথম ৩০ ম্যাচে গোল করার রেকর্ডটি ছিল জুভেন্টাসের। সেই রেকর্ড ভেঙে দিল ১৯ বারের লিগ চ্যাম্পিয়নরা। জুভেন্টাস সিরি ‘আ’র সবচেয়ে সফল দল। ২০১৩-১৪ মৌসুমে প্রথম ৩০ ম্যাচেই গোল পেয়েছিল তারা। এবার ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আর কোনো দলের নেই এই কীর্তি।
ফিফটি করে আউট মুমিনুল, ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্টে সিরিজের নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করলেন মুমিনুল হক। তারপর ইনিংস লম্বা পারেননি তিনি। ৫৬ বলে ৫০ রান করে প্রবাথ জয়াসুরিয়ার বলে লাহিরু কুমারার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চা-বিরতির আগে ৩৪ ওভারে ৪ উইকেটে ১৩২ রান বাংলাদেশের। সাকিব ১৪ রানে অপরাজিত, লিটন এখনও রানের খাতা খুলতে পারেননি। এর আগে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারেই। দলীয় ৩৭ রানে মাহমুদুল হাসান জয়কে বোল্ড করেন প্রবাথ জয়াসুরিয়া। ৩২ বলে ৩ চারে ২৪ রান করেন জয়। এরপর দলীয় ৫১ রানে আউট হন আরেক ওপেনার জাকির হাসান। বিশ্ব ফার্নান্দোর বলে স্লিপে ডি সিলভার হাতে তালুবন্দি হন জাকির। ৩৯ বলে ১৯ রানের ইনিংস খেলেন তিনি। তারপর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কা সিরিজে প্রথমবার দুই অঙ্কের ঘরে রান করলেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি। ৫৫ বলে ২০ রান করে লাহিরু কুমারার বলে বোল্ড হন কাপ্তান। ফলে দলীয় ৯৪ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। চলতি সিরিজে এখন পর্যন্ত ২০০ রান করতে না পারা বাংলাদেশের জন্য তাই বড় এক পরীক্ষা অপেক্ষা করছে চট্টগ্রামের মাঠে। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড ২১৫ রানের। সেটাও এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। এই টেস্ট জিততে হলে নাজমুল হোসেন শান্তদের বিশ্বরেকর্ড করতে হবে। টেস্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার কীর্তি ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০০৩ সালে অ্যান্টিগায় ৪১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেটে জিতেছিল ক্যারিবীয়ানরা। এর আগে ৩৫৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। মূলত বোলারদের বিশ্রাম দিতেই বাংলাদেশকে ফলো-অনে পাঠাননি লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। তাতে অবশ্য খুব বেশি সুবিধা করতে পারেনি দলটি। শেষ বিকেলে বাংলাদেশি পেসার হাসান মাহমুদ একাই নিয়েছেন ৪ উইকেট। চট্টগ্রামে টাইগারদের সুখস্মৃতি হয়ে থাকলো, কেবল এই স্পেলটাই। এর আগে চট্টগ্রাম জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৫৩১ রানের। জবাবে নিজেদের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ দল অলআউট হয়েছে ১৭৮ রানে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৫৭ রান করে ইনিংস ঘোষণা করে দিয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসের ৩৫৩ রানের লিডসহ বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৫১১ রানের।
দুবাইয়ে ১শ ফ্লাইং কার কিনবে আভিটেরা
এসব ফ্লাইং কার দুবাইতে যাত্রী পরিবহন করতে শুরু করবে ২০২৫-২৬ সাল নাগাদ। ঘরের দোর থেকেই দুবাইবাসীদের এমন যাতায়াতের সুযোগ দিতে আভিটেরা নামের কোম্পানিটি শ’খানেক ফ্লাইং কার কিনছে। আভিটেরার ব্যবস্থাপনা পরিচালক, মোউহানাদ ওয়াদা বলেন, ফ্লাইং কার আসলে একটি সম্পূর্ণ গাড়ি কারণ যাত্রীরা এতে উড়ে যেয়ে তাদের পার্কিং লটে বা বাসভবনে নামতে পারবে। রাস্তায় চলতে চলতে এই গাড়িটিকে ২ মিনিটের মধ্যে একটি উড়ন্ত যানে রূপান্তর করা সম্ভব হবে। এটি টেকঅফের জন্য ১২০-মিটার স্ট্রিপ প্রয়োজন এবং ১১ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উড়তে পারে। অবতরণের পরে, এটিকে বাড়ি বা গন্তব্যে নিয়মিত গাড়ির মতো চালানো যাবে। গাড়ির মতো একই জ্বালানি ব্যবহার করবে।
সিরিয়ায় ইরানের কনস্যুলেটে বিমান হামলা, ৭ নিহত
তেহরান এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। রয়টার্স জানায়, নিহতদের সাতজনই সামরিক উপদেষ্টা, তাদের মধ্যে তিনজন সিনিয়র কমান্ডার রয়েছেন। গার্ডিয়ান জানিয়েছে নিহতের সংখ্যা ৮। প্রাপ্ত ভিডিওতে দূতাবাস ভবন সংলগ্ন ডিপ্লোমেটিক কম্পাউন্ডের ধ্বংসাবশেষে অভিযান চালাচ্ছেন উদ্ধার কর্মীরা। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে গেছেন। তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার গোয়েন্দা-ঘাঁটিতে বসে আমেরিকা বিশ্ব জুড়ে নজরদারি চালাচ্ছে
অস্ট্রেলিয়ার বুকেই বিশ্বের অন্যতম সুরক্ষিত গোয়েন্দাঘাঁটি তৈরি করেছে আমেরিকা। মার্কিন সেই গোয়েন্দাঘাঁটির নাম পাইন গ্যাপ। ঠিকানা দেশটির ছোট্ট শহর অ্যালিস স্প্রিং। সেখানেই মরুভূমির ধু ধু প্রান্তরের মাঝে জেগে থাকা দ্বীপের মতো মাথা তুলে আছে আমেরিকার পাইন গ্যাপ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯০০ কিলোমিটার দূরে মরুভূমির মাঝে গোয়েন্দাঘাঁটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। ফলে আশপাশের সমুদ্র দিয়ে যদি কোনও বিদেশি গুপ্তচর জাহাজ যাতায়াত করে, তারা এই ঘাঁটির নাগাল পাবে না। পাইন গ্যাপে অনেক অ্যান্টেনা বসানো আছে। কৃত্রিম উপগ্রহের দিকে তাক করা আছে সেই সব অ্যান্টেনা। উপগ্রহের সিগন্যাল অ্যান্টেনার মাধ্যমে গোয়েন্দাদের কাছে পৌঁছয়। সমগ্র চীন, উত্তর কোরিয়া, ভারতীয় উপমহাদেশ এবং রাশিয়ার বড় অংশ এই দ্রাঘিমাংশের আওতায় রয়েছে। ফলে এই দেশগুলির অন্দরে নজরদারির জন্য পাইন গ্যাপ উপযুক্ত। অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তির ভিত্তিতে ১৯৭০ সাল থেকে এই আমেরিকান গুপ্তচর ঘাঁটির কার্যকলাপ শুরু হয়। আমেরিকার বিভিন্ন গুপ্তচর সংস্থা বর্তমানে পাইন গ্যাপ থেকে ন’টি জিয়োসিংক্রোনাস স্যাটেলাইট নিয়ন্ত্রণ করে। সেখান থেকে সিগন্যাল ধরার জন্য রয়েছে ৪০টি আলাদা অ্যান্টেনা। এই স্যাটেলাইটগুলি পৃথিবীর সঙ্গে একই দিকে প্রায় একই ভাবে ঘুরে চলেছে। ফলে এগুলি থেকে পাঠানো সিগন্যালের তথ্য প্রায় ১০০ শতাংশ সঠিক হিসাবে ধরা হয়। একই সময়ে এক জায়গা থেকে পৃথিবীর বিস্তীর্ণ অংশ দেখা যায় এই স্যাটেলাইটের মাধ্যমে। আমেরিকার সঙ্গে চুক্তির ভিত্তিতে পাইন গ্যাপ থেকে সাহায্য পায় আরও চার দেশ। ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউ জিল্যান্ডের গোয়েন্দা সংস্থাগুলির কাছেও স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য পৌঁছে যায়। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউ জিল্যান্ডকে একত্রে ‘ফাইভ আইস’ বলা হয়।
সামাজিকভাবে বয়কট করুন আওয়ামী লীগের মধ্যকার লুটেরাদের: এবি পার্টি
বিভিন্ন খাদ্য দ্রব্যের চরম মূল্য বৃদ্ধির কারণে আজ জনগণ কখনও তরমুজ খাওয়া বাদ দিচ্ছে, কখনও বা গরুর মাংস খাওয়া বাদ দিচ্ছে। কিন্তু আমাদের মূল সমস্যা চিহ্নিত করতে হবে। কারা জিনিস পত্রের দাম বাড়াচ্ছে, কারা লুটপাট করছে। খোঁজ নিলে দেখা যাবে আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয়ে গড়ে ওঠা বিভিন্ন সিন্ডিকেট আজ জনগণের অর্থ লুটকরে সম্পদের পাহাড় গড়ছে। আমদানি রাপ্তানী সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করছে। এই সব কিছুর জন্য দায়ী আওয়ামী লীগের ভেতরকার কতিপয় লুটেরা। এই জন্য এখন তরমুজ বা গরুর মাংস খাওয়া বাদ নয় বরং আওয়ামী লীগের মধ্যকার লুটেরাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। এবি পার্টি আয়োজিত মাসব্যাপী গণ ইফতারের ২০ তম দিনে এসব কথা বলেন এবি পার্টির গণ ইফতারে উপস্থিত নেতৃবৃন্দ। পার্টির যুগ্ম আহবায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা। বক্তব্য রাখেন এবি পার্টির সহকারী সদস্যসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন ও মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খান। ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বিদ্যমান বড় রাজনৈতিক দল গুলো দেশের মানুষের সাথে যে আচরণ করছে বা রাজনীতির মাঠে তারা যে কার্যক্রম করছে তাতে নতুন রাজনীতি আসন্ন হয়ে পরেছে। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যেন তারা সৎ, ভালো মানুষদের নেতৃত্ব মানেন। ভালো লোকদের ভোট দেন। মার্কা দেখে ভোট দেওয়ার রেওয়াজ থেকে বের হয়ে ভালো মানুষদের নেতৃত্বে আনতে হবে। শুধু দল বদল আর ক্ষমতার রদবদল হলে হবেনা। তিনি এবি পার্টিকে গণ ইফতারের মতো মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। মঞ্জুর হোসেন ঈসা বলেন, এই সরকার জনগণের সম্পদ লুট করছে, ভোটের অধিকার হরণ করেছে, শত শত মানুষকে গুম করেছে। এখন জিনিস পত্রের দাম এমন ভাবে বাড়াচ্ছে যেন মানুষের পক্ষে একবেলা সুষ্ঠু ভাবে খেতে না পারে। জনগণ দামের কারণে তরমুজ বয়কট করছে, এখন গরুর মাংস বয়কট করছে কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে এই সমস্ত কাজের জন্য যারা দায়ি সেই আওয়ামী লীগ নেতাদেরকে বয়কট করতে হবে। তিনি আরও বলেন, এবি পার্টি জনগণের জন্য কাজ করার চেষ্টা করছে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান বলেন, জনগণকে এখন জাগতে হবে। আমাদের দেশে জনগণের অধিকার হরণ করছে আওয়ামী লীগ ইন্ডিয়ার সাহায্যে। এখন ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছেন অনেকে। আসলে এখন আমাদের আওয়ামী লীগকে বয়কট করতে হবে।