১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

বড় কিছু করার ইচ্ছা আছে দেশের জন্য: জাকের আলী

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন জাকের আলী অনিক। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে সুযোগ পান তিনি। গত মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৪ বলে ৬৮ রানের ঝড়ো ব্যাটিং করে সবার নজর কাড়েন জাকের। তবে ২৬ বছর বয়সী জাকেরের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কেননা বিশ্বকাপের মঞ্চে টাইগারদের ভালো কিছু করার জন্য বড় অবদান রাখতে হবে তাকেও। তরুণ এই ক্রিকেটার নিজেও চান বাংলাদেশের জন্য বড় কিছু করতে। মঙ্গলবার (২৮ মে) বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় ক্রিকেটে নিজের বেড়ে ওঠা এবং বিশ্বকাপ নিয়ে স্বপ্নের কথা বলেছেন জাকের। জাকের বলেন, দল হিসেবে আমি চাইব, আমরা প্রতিটা ম্যাচে ভালো পারফরম্যান্স করে দেখাতে এবং জিততে। নিজের দেশের জন্য বড় কিছু করার ইচ্ছা আছে। এই বিষয়টা সব সময় ভাবনায় কাজ করে। ইচ্ছা থাকবে, আগে যেসব জিনিস অর্জন করতে পারিনি। সেসব যেন এবার অর্জন করতে পারি। নিজের ব্যক্তিগত পরিকল্পনা নিয়ে তিনি বলেন, যখন থেকে শুনলাম যে আমি দলে আছি। তখন থেকেই কার সঙ্গে কীভাবে খেলতে হবে সে অনুযায়ী ম্যাচ ম্যাচ খেলা দেখা শুরু করে দিয়েছি। কোন প্রতিপক্ষের সঙ্গে কী রকম কৌশলে নিতে হবে, সেগুলো নিয়ে ভাবছি। বাংলাদেশ দলের নবীন সদস্যদের একজন জাকের। দলের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে তিনি বলেন, যেভাবে দলে আমাকে স্বাগত জানানো হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। সেটা আসলেই বিশেষ কিছু ছিল। জাকেরের জাতীয় দলে খেলার সুযোগ পাওয়ায় তার মায়ের স্বপ্নও পূরণ হয়েছে। এ বিষয়ে জাকের বলেন, আম্মার স্বপ্ন ছিল, আমি দেশের হয়ে খেলব। উনি সব সময় বলতেন, তোর তামিম ভাই, সাকিব ভাই, মাশরাফি ভাইদের দলে তুই কবে খেলবি। আর এখন উনি খুব গর্ববোধ করেন।

রাফাহকে নরকে পরিণত করে ছাড়ল ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাহ শহরে বাস্তুচ্যুত লোকদের জন্য একটি শিবিরে মারাত্মক ইসরায়েলি বিমান হামলাকে ‘দুঃখজনক ভুল’ বলে অভিহিত করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলার বিষয়ে তদন্ত করছে বলে সোমবার জানিয়েছে। জাতিসংঘের একজন শীর্ষস্থানীয় সাহায্য কর্মকর্তা বলেছেন, সোমবার রাতের ছবিগুলি প্রমাণ করে যে কীভাবে রাফাহ পৃথিবীতে নরকে পরিণত হয়েছে। গাজান কর্তৃপক্ষ জানিয়েছে, রোববারের বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে তারা ওই এলাকায় হামাসের একটি কম্পাউন্ডে হামলা চালিয়ে হামাসের দুই সিনিয়র কর্মকর্তাকে হত্যা করেছে। কাতার বলেছে যে বাস্তুচ্যুতি শিবিরে ইসরায়েলের হামলা জিম্মিদের মুক্তি এবং গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে চলমান আলোচনাকে ‘বাধা’ সৃষ্টি  করতে পারে। মঙ্গলবার ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা আবার শুরু হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ইসরায়েলের সরকার গাজা যুদ্ধের জন্য একটি নজিরবিহীন স্তরের কূটনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে, পাশাপাশি ঘরে ভিন্নমত মোকাবেলা করছে। আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে শহরে তাদের আক্রমণ বন্ধ করার নির্দেশ দেওয়ার কয়েকদিন পর রাফাহতে ফের ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালাল ইসরায়েল।

নিজের উদ্ভাবিত পদ্ধতিতে যেভাবে অস্ট্রেলীয় চিকিৎসক ক্যান্সারমুক্ত হলেন

বিশ্বে প্রথমবারের মতো শুরু করা গ্লিওব্লাস্টোমার চিকিৎসা নেয়ার এক বছর পরই ক্যান্সারমুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান চিকিৎসক রিচার্ড স্কুলিয়ার। মেলানোমা নিয়ে তার নিজের করা গবেষণার ভিত্তিতে উদ্ভাবিত পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে প্যাথলজিস্টরা তাকে এ থেরাপি দিয়েছেন। অধ্যাপক স্কুলিয়ারের গ্লিওব্লাস্টোমার (ব্রেইন ক্যান্সার) যে ধরন, তা এতোটাই মারাত্মক ছিল যে এতে আক্রান্ত বেশির ভাগ রোগী এক বছরের কম সময় বেঁচে থাকে। কিন্তু মঙ্গলবার ৫৭ বছর বয়সী স্কুলিয়ার ঘোষণা দিয়েছেন যে, আবারও করা তার এমআরআই স্ক্যানে টিউমার ফিরে আসেনি। “সত্যি বলতে, এর আগের অন্য যে কোনও স্ক্যান বা পরীক্ষা-নিরীক্ষার চাইতে এবার বেশি নার্ভাস ছিলাম আমি,” বিবিসিকে বলেন তিনি। “আমি খুব রোমাঞ্চিত ও আনন্দিত, এর চেয়ে বেশি খুশি হতে পারি না!” অধ্যাপক স্কুলিয়ার অস্ট্রেলিয়ার সেরা চিকিৎসকদের অন্যতম। মেলানোমা (ত্বকের এক ধরনের ক্যান্সার) নিয়ে যুগান্তকারী গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি ও তার সহকর্মী, বন্ধু জর্জিনা লং এ বছর অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার মেলানোমা ইন্সটিটিউটের সহ-পরিচালক হিসেবে এই জুটি গত এক দশক ধরে ইমিউনোথেরাপির উপর গবেষণা করছে। এই থেরাপি ক্যান্সার কোষকে আক্রমণের জন্য দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ব্যবহার করে, যা কি না বিশ্বজুড়ে অ্যাডভান্স স্টেজে থাকা মেলানোমা রোগীদের চিকিৎসায় অভাবনীয় পরিবর্তন এনেছে। এদের অর্ধেক এখন সুস্থ হয়েছেন। একদল ডাক্তারের সাথে অধ্যাপক লং-এর করা সেই গবেষণার ফলাফল অধ্যাপক স্কুলিয়ারের চিকিৎসায় ব্যবহার করা হয়েছে। যাতে ক্যান্সার থেকে তিনিও সেরে উঠতে পারেন এ আশায়। ত্বকের ক্যান্সার মেলানোমাতে অধ্যাপক লং একজন প্রখ্যাত চিকিৎসক। তিনি ও তার দল আবিষ্কার করেছেন যখন কোনও টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচারের আগে বিভিন্ন ওষুধ দেওয়া হয়, এর চাইতে ভালো কাজ করে ইমিউনোথেরাপি। তাই গত বছর অধ্যাপক স্কুলিয়ারকে ব্রেইন ক্যান্সারের প্রথম রোগী হিসেবে প্রথমবারের মতো প্রি-সার্জারি ইমিউনোথেরাপি চিকিৎসা দেয়া হয়। টিউমারের বৈশিষ্ট্যের কারণে প্রথম ব্যক্তি হিসেবে তাকে টিকা দেওয়া হয়েছে। যেটি ওষুধের ক্যান্সার চিহ্নিত করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। বছরের শুরুতে মৃগী রোগ, লিভারের সমস্যা এবং নিউমোনিয়াতে কয়েক মাসের কঠিন চিকিৎসায় থাকার পর অধ্যাপক স্কুলিয়ার বলেন, তিনি সুস্থ বোধ করছেন।

সমালোচনা সত্ত্বেও রাফাহতে হামলা অব্যাহত রাখার নেতানিয়াহুর ঘোষণা

রোববার রাফাহতে বিমান হামলায় ৪৫ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়ার পর আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই নিহতের ঘটনাটি নিছকই দুর্ঘটনা এবং সেনাবাহিনী সেটি তদন্ত করছে। তিনি বলেন, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ধরনের সতর্কতা গ্রহণ করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই সংঘাতে জড়িতদের ক্ষতি না করার জন্য তাদের সর্বোত্তম প্রচেষ্টা ব্যবহার করছে। রাফাহতে ইসরায়েলি হামলা ও প্রাণহানি নিয়ে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। আলজেরিয়ার অনুরোধে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই হামলায় অনেক নিরপরাধ বেসামরিক মানুষ নিহত হয়েছে। তারা শুধু এই ভয়াবহ সংঘাত থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজ করেছিলেন। তিনি বলেন, গাজায় কোনো নিরাপদ স্থান নেই। এই ভয়াবহতা অবশ্যই থামাতে হবে।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও পাশে দাঁড়ানোর আহ্বান বাম গণতান্ত্রিক জোটের

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায়, মানুষ, বাড়িঘর, গবাদি পশু ও ফসলের সঠিক তালিকা তৈরি করে ।  প্রকৃত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দক্ষ ও দুর্নীতিমুক্তভাবে যথাযথ সহায়তা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট। সোমবার (২৭ মে) এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পাটি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি সভাপতি মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী)র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী ঘূর্ণিঝড়ে মৃত্যু ও ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে এ আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, উপকূলীয় অঞ্চলের দরিদ্র ও সাধারণ মানুষের অনেকের অবস্থা হল দৈনিক উপার্জনের মধ্য দিয়েই জীবিকা নির্বাহ করতে হয়। এখনই খাবার পানি ,শুকনা খাবার, বস্ত্র, চিকিৎসা, নগদ টাকা, ঘরবাড়ি পুনঃনির্মাণ জরুরি হয়ে পড়েছে, পড়বে। উৎপাদিত ফসল ও গবাদি পশুর ক্ষতি পোষাতে না পারলে দীর্ঘদিন দুরবস্থায় পড়বে এসব অঞ্চলের সাধারণ মানুষ। তাই পরিকল্পিত ভাবে এসব মানুষের জীবন ও জীবিকা নির্বাহের জন্য সহায়তা দিতে স্বচ্ছতার সাথে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে। নেতৃবৃন্দ সরকারি সহায়তা ছাড়াও বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মী, সমর্থক, শুভাকাক্সক্ষীসহ যাদের পক্ষে এসব ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করা সম্ভব তাদেরকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দসহ যারা জীবনের ঝুঁকি নিয়ে ঘূর্ণিঝড় এলাকায় মানুষকে সচেতন করেছেন এবং তাদের আশ্রয়ে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিজেদের দাফন যেন সুন্দর হয় সে চিন্তা করেন, আ.লীগ নেতাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, এরা পচে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। যতই কথা বলুক এদের কোনো অস্থিত্ব নেই। তার প্রমাণ এক এক করে সব জায়গায় হচ্ছে। এরা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জীত। তিনি আরও বলেন, সময় হয়ে গেছে। ঘোরাঘুরি অনেক করেছেন, এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করেন। সঠিকভাবে যেন দাফন-কাফন হয়, মানুষ যাতে মনে রাখে, সেভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন। মঙ্গলবার (২৮ মে) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি ঘোষিত ১৫ দিনের কর্মসূচির প্রথম দিন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় অনুপ্রাণিত হয়ে দেশবাসীর মতো মির্জা ফখরুলও সেদিন মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমাদের তো বয়স হয়ে গেছে। এখন কি আর রাইফেল ধরতে পারব? আমরা কি রাস্তায় এখন মারামারি করতে পারব? পারব না। আমাদের এখন দরকার ইয়াং জেনারেশন। যখন যুদ্ধে ছিলাম তখন সবাই তরুণ-যুবক ছিলাম। মাথার মধ্যে দেশ স্বাধীন করা ছাড়া অন্য কিছু ছিল না। কে কী হবে, না হবে সেটা নয় দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল, একমাত্র গোল ছিল দেশকে স্বাধীন করতে হবে। এখন সেই সময় এসে গেছে। বিএনপি মহাসচিব আরও বলেন, তখন দেশ স্বাধীন করার জন্য লড়াই করেছিলাম, এখন দেশকে রক্ষা করার জন্য লড়াই করতে হবে। এদেশ বাঁচাতে হবে, সেই লড়াই এখন। এই লড়াইয়ে যদি আমরা পরাজিত হই, তাহলে নিশ্চিহ্ন হয়ে যাব। তিনি বলেন, আমরা মনে করি, এই দেশ জাতিকে রক্ষা করতে হলে আমাদের নতুন চিন্তাভাবনা নিয়ে এগুতে হবে। সেই চিন্তাভাবনার মধ্যে দেশের মানুষ, পৃথিবী, ভূ-রাজনীতি সবগুলোকে সঙ্গে নিয়ে সুনির্দিষ্টভাবে এগিয়ে যেতে হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাদেক আহমেদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, আবদুস সালাম, ফজলুর রহমান, মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কর্ণেল (অব.) জয়লাল আবেদিন, জহির উদ্দিন স্বপনসহ মুক্তিযোদ্ধা দলের নেতারা।

রেমালে ৭০১ কোটি ৮১ লাখ টাকার ক্ষয়ক্ষতি মৎস্য ও প্রাণিসম্পদ খাতে

বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের ১৯ জেলায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে মৎস ও প্রাণিসম্পদ খাতে মোট ৭০১ কোটি ৪১ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ মে) এমন তথ্য জানিয়েছে মৎস প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুটি অধিদপ্তর। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রেমালের প্রভাবে মৎস্য সম্পদ খাতে প্রায় ৭০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় ১৩টি জেলার প্রায় ৪১ হাজার মাছের ঘের, ২৬ হাজার ৩০০টি পুকুর এবং চার হাজার কাঁকড়ার ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, রেমালের প্রভাবে প্রাণিসম্পদ খাতে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপকূলীয় ৮টি জেলার প্রায় ৫০টি গবাদিপশু ও ৩০টি হাঁস-মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মারা গেছে বেশকিছু ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি। উল্লেখ্য, মঙ্গলবার (২৮ মে) পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে বলে জানিয়েছে উভয় অধিদপ্তর।