২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ

অক্সিজেন সিলিন্ডার হাত থেকে পড়ে ভ্যান চালকের প্রাণ গেল

চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরের সদরঘাট থানার কর্ণফুলী নদীর ঝুট র‌্যালি ঘাট-২ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. কামাল হোসেনের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগরে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আবদুল মান্নান বলেন, অক্সিজেন সিলিন্ডারটি ভ্যানে করে ঘাটে আনা হয়েছিল জাহাজে তোলার জন্য। নদীর পাড়ে সিলিন্ডারটি ভ্যান থেকে নামানোর সময় হাত থেকে পড়ে গিয়ে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই কামাল মারা যায়।

প্রত্যক্ষদর্শী ঝুট র‌্যালি ঘাট এলাকার শ্রমিক হানিফ বলেন, নদীতে থাকা জাহাজ এবং নদীর অন্য পাড়েও এ পাড় থেকে অক্সিজেন সিলিন্ডার প্রত্যেক দিন নিয়ে যাওয়া হয়। আজকেও ভ্যানচালক কামাল সিলিন্ডার নিয়ে ঘাটে আসেন। ভ্যান থেকে টেনে সিলিন্ডারটি নামাতে গিয়ে সেটি নিচে ফেলেন তিনি। এরপরই বিকট শব্দে সেটা ফেটে যায়।

তিনি জানান, সিলিন্ডারের বিস্ফোরণের সাথে সাথে ভ্যান চালক কামালের শরীরের বিভিন্ন অংশও ছিন্ন ভিন্ন হয়ে আশেপাশে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কামালের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

সদরঘাট থানার উপ-পরিদর্শক নয়ন বড়ুয়া বলেন, সিলিন্ডার বিস্ফোরণে নিহত কামাল হোসেনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০